
- বিভাগঃ রংপুর
- জেলাঃ কুড়িগ্রাম
- উপজেলাঃ রাজারহাট
- পৌরসভা/ইউনিয়নঃ ছিনাই
মোঃ হোসেন আলী (৪২), তার স্ত্রী মোছাঃ
মোখলেছা বেগম (৩৫) প্রতিবন্ধি সন্তান নিয়ে রাজারহাট উপজেলার ছিনাই হাট (বড়গ্রাম) আশ্রয়ণকেন্দ্রে সুখের সংসার গড়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ঘর পাওয়ার আগের কথা জানতে চাইলে ছলছল করে ওঠে মোঃ হোসেন আলী ও মোছাঃ মোখলেছা বেগমের চোখ। কিভাবে অন্যের বাসায় কাজ করে কষ্ট করে থাকতেন। প্রতিবন্ধি ছেলেকে নিয়ে কষ্টে দিনাতিপাত করতে হতো তাদের। শীত কিংবা বৃষ্টিতে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। স্বপ্ন দেখতেন পাকা ঘরে বসবাসের। তাদের সেই স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয় মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণের ঘর উপহার পাওয়ার মধ্য দিয়ে।
অন্যের বাসায় থাকার অনিশ্চয়তা দূরীভূত হয় ০২ শতক জায়গা ও সেমিপাকা ঘরের মালিকানা নিশ্চিত হবার পরে; যার বর্তমান বাজারমূল্য ৪,২০,০০০/-। হোসেন আলীর পরিবারকে উপজেলা প্রশাসনের অর্থায়নে একটি দোকান
ঘর তৈরী করে মালামাল ক্রয় করে ব্যবসা’র কাজে লাগিয়ে দেওয়া হয়েছে। হোসেন আলীর পরিবার
ক্ষুদ্র দোকানে ব্যবসা করে স্বাবলম্বি হয়েছে। হোসেন আলী ও মোখলেছার পরিবারে আর
পিছুটান নেই। তারা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।