ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলাঃ পঞ্চগড় ও মাগুরা

(১ নভেম্বর ২০২২ এ হালনাগাদকৃত)

 

এক নজরে পঞ্চগড়


আয়তন

১,৪০৪.৬৩ বর্গ কিঃমিঃ

সংসদীয় আসন

২ (দুই)টি

ভৌগলিক অবস্থান ও আয়তন

২৬-২০ উত্তর অক্ষাংশে এবং
৮৮.৩৪ পূর্ব দ্রাঘিমাংশে পঞ্চগড় জেলার অবস্থান।
আয়তন ১৪০৪.৬৩ বর্গ কিলোমিটার।

জনসংখ্যা

 ৯,৮৭,৬৪৪ জন (২০১১ সালের আদমশুমারী ও গৃহগণনা অনুযায়ী)

 জনসংখ্যার ঘনত্ব

৭০৩ জন (প্রতি বর্গ কি.মি.)

মোট ভোটার সংখ্যা (পুরুষ ও মহিলা )

মোট ৫,৪৪,৭৪৬ জন   (পুরুষ-২,৬৯,১৩৩ ও মহিলা-২,৭৫,৬১৩)

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প কর্তৃক পুনর্বাসনের তথ্য
(১ নভেম্বর,২০২২ এ হালনাগাদকৃত)

হালাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যাঃ ৪ হাজার ৮৫০টি
বরাদ্দকৃত সেমিপাকা গৃহের সংখ্যাঃ ৪ হাজার ৮৫০টি
অবশিষ্ট ভূমিহীন পরিবারের সংখ্যাঃ শুণ্য

ঊপজেলা

থানা

পৌরসভা

ইঊনিয়ন

৪৩

গ্রাম

৮২৫

শিক্ষার হার

৫১.০৮% (পুরুষ ৫৫.২০%, মহিলা ৪৮.৩০%)

স্কুল

১,৮৬৫

কলেজ

২২

মৌজা

৪৬৩

নদী

১৬ টি

মোট জমি

১,৪০,৫৩৪ হেক্টর

মোট আবাদী জমি

১,০৮,২০০ হেক্টর

দর্শনীয় স্থান

মির্জাপুর শাহী মসজিদ (৪০০ বছরের পুরাতন), ছেপড়াঝাড় পাহাড়ভাঙ্গা  মসজিদ (৪০০ বছরের পুরাতন), বার আউলিয়ার মাজার, বাংলাবান্ধা (জিরো পয়েন্ট), ভিতরগড় মহারাজার দীঘি, কাজলদীঘি, বদেশ্বরী মন্দির, দেবীগঞ্জ করতোয়া ব্রীজ ও বকস্ মিউজিয়াম (সরকারি মহিলা কলেজে)

 

 

এক নজরে মাগুরা জেলা

 

ভৌগোলিক অবস্থান

মাগুরা ২৩ ডিগ্রি ২৯ মিনিট উত্তর অক্ষাংশে এবং ৮৯ ডিগ্রি ২৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।

আয়তন

১০৪৯ বর্গ কিলোমিটার

সংসদীয় আসন

৯১ মাগুরা-১ ও ৯২ মাগুরা-২

জনসংখ্যা

মোট জনসংখ্যা: ৯,১৩,০০০ জন
পুরুষ: ৪,৫৩,০০০ জন
মহিলা:৪,৬০,০০০ জন
জনসংখ্যার ঘনত্ব: প্রতি বর্গ কি.মিটারে ৮৭১ জন
খানার সংখ্যা: ২০৫,৬০০ টি
(২০১১ সনের আদমশুমারি ও গৃহগণণা অনুযায়ী)

মোট ভোটার সংখ্যা

মোট ভোটার সংখ্যা : ৫,৩৪,১১৫
পুরুষ : ২,৬০,১৬৯
মহিলা : ২,৭৩,৯৪৬

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প কর্তৃক পুনর্বাসনের তথ্য
(১ নভেম্বর,২০২২ এ হালনাগাদকৃত)

হালাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যাঃ ৬০১টি
বরাদ্দকৃত সেমিপাকা গৃহের সংখ্যাঃ ৬০১টি
অবশিষ্ট ভূমিহীন পরিবারের সংখ্যাঃ শুণ্য

উপজেলা

৪ টি

পৌরসভা

১ টি

ইউনিয়ন

৩৬ টি

গ্রাম

৭৩০ টি

মৌজা

৫৩৭ টি

নদী

নবগঙ্গা, কুমার, গড়াই, মধুমতী, চিত্রা ও ফটকী

মোট জমি

১০৩৪২৮ একর

মোট আবাদি জমি

৭৭১৬৬ একর

শিক্ষা সংক্রান্ত তথ্য

মাগুরা জেলার শিক্ষার হার : ৪৪.৭%
মাগুরা সদর : ৪৫.৭৫%
শালিখা : ৪৩.৯৯%
শ্রীপুর : ৪৩.৪৯%
মহম্মদপুর : ৪৪.৫%

স্কুল-কলেজ সংক্রান্ত তথ্য :

কলেজ : সরকারি ২টি ও বেসরকারি ২৪টি। মোট=২৬ টি
পলিটেকনিক কলেজ : ১টি
মাধ্যমিক বিদ্যালয় : সরকারি ২টি ও বেসরকারি ১৪৭টি, মোট=১৪৯ টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় : ৩০ টি
মাদ্রাসা : ৭২ টি
কারিগরী কলেজ : ১৫ টি
বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ :৪ টি
আইন মহাবিদ্যালয় :১ টি
টিচার্স ট্রেনিং কলেজ :১ টি