• বিভাগঃ বরিশাল
  • জেলাঃ পটুয়াখালী
  • উপজেলাঃ কলাপাড়া

লায়লা আক্তার খুশী, বয়স-৪০ বছর। স্বামীর নাম – আলম সারোয়ার (নিরুদ্দেশ)। সন্তান- ০১ (এক) জন মেয়ে।  উপকারভোগী লায়লা আক্তার খুশী জানান যে, তার বাবা তার জন্মের পর থেকে কোন খোজ খবর রাখেনি। তিনি নিজের পায়ে দাড়িয়ে জনাব আলম সারোয়ার নামে এক ব্যাক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । অত:পর জনাব আলম সারোয়ার নিরুদ্দেশ হয়ে যান। তার খোজ খবর নেয়া হয় কিন্তু তাকে খুজে পাওয়া যায়নি। পরে তিনি তার মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েন। তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহয্য সহযোগিতা চান এবং কিছু লোকের সাহায্য সহযোগিতা পেয়ে কোনরকম একটি ঘরনির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। কিন্তু তার একমাত্র সম্বল ঘরটি হঠাৎ আগুন লেগে পুরোপুরি পুরে যায়। পরে তিনি অসহায় হয়ে পড়েন।  উপকারভোগীর বরাদ্দকৃত ২ শতাংশ জমির বর্তমান বাজারমূল্য ২,০০০০০/- (দুইলক্ষ) টাকা। লায়লা আক্তার খুশী জানানযে, বর্তমান অবস্থা খুবই ভাল। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্রয়ণ প্রকল্প-২ এর ঘর তাকে প্রদান করা জন্য ধন্যবাদ জানান এবং তার সুস্থতা কামন করেন। ঘর পাওয়ার পর তিনি তার মেয়েকে নিয়ে নিরাপদে আছেন। তার এক মাত্র মেয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করেন। তিনি পেশা হিসাবে সবজি বিক্রি শুরু করেন এবং নিজেই সবজি আবাদ করেন। এ বছর তার ৩০০ (তিনশত) টির অধিক মিষ্টি কুমরার ফলন হয়েছে। এছাড়াও তার সবজির বাগানে শিম, ঢেরশ, বরবটি, করলা ও লাউ আবদ করেছেন। সবজি বিক্রি করে তিনি মাসিক ২০০০০/- (বিশ)  হাজার টাকার অধিক আয় করেন। আর্থিকভাবে তিনি স্বচ্ছল। তার সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে।