• বিভাগঃ খুলনা
  • জেলাঃ কুষ্টিয়া
  • উপজেলাঃ মিরপুর

শ্রী রতন কুমার, বয়স (৪৫) পঁয়তাল্লিশ বছর, স্ত্রী ইতি রানী তিনি পেশায় একজন সেলুন ব্যবসায়ী এবং ০১ মেয়ে নিয়ে কোন রকম রেললাইনের পাশে ঢালু জায়গায় বসবাস করতেন। তার দৈনিক মজুরি দিয়ে মেয়ে স্ত্রীকে নিয়ে সংসার চালানো খুব কষ্টের ছিল বিধায় তার স্ত্রী বিভিন্ন বাড়িতে কাজ করতো বিভিন্ন শঙ্কার মধ্যে তারা দিন যাপন করতো। অর্থের অভাবে মেয়ের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়। এরপর তিনি স্বপ্ন দেখতেন নিজের মাথার উপর নিজস্ব একটি আশ্রয় হবে যেখানে পরিবার নিয়ে বসবাস করবেন এবং মেয়েকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করবেন। ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় নির্মিত খন্দকবাড়ীয়া আশ্রয়ণে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ০২ (দুই) শতক জমির উপর একটি সেমিপাকা ঘর পেয়েছে। ০২ (দুই) শতক জমির বর্তমান বাজারমূল্য ৩০০০০০/-(তিনলক্ষ) টাকা। ঘরের সামনের আঙিনায় বিভিন্ন মৌসুমি শাকসবজি ফলের আবাদ করে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি তিনি বাজারে বিক্রিও করেছেন এবং অর্থ উপার্জন করছেন। তিনি পূর্বের মত সেলুন ব্যবসা করছেন এবংতার স্ত্রী হাঁসমুরগী পালন করে সেগুলি বিক্রি করে অর্থ উপার্জন করছেন। স্বপ্ন ছিল তিনি তার মেয়েকে লেখাপড়া শেখাবেন। মিরপুর উপজেলায় নির্মিত খন্দকবাড়ীয়া আশ্রয়ণে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরে উঠে তার পরিবারে সচ্ছলতাও নিরাপত্তা ফিরে পেয়েছেন, সেইসাথে তার মেয়ে এখন এসএসসি পরীক্ষার্থী বর্তমানে তিনি পরিবারের সকলকে নিয়ে অত্যন্ত সুখী জীবনযাপন করছেন।