• বিভাগঃ খুলনা
  • জেলাঃ কুষ্টিয়া
  • উপজেলাঃ খোকসা


মোঃশামীম হাসান খান (২৮), পিতা আবুল হোসেন খান তিনি একজন দুস্থ শিল্পী। তিনি তার বাবা মা নিয়ে কুমারখালী উপজেলায় এক বাসায় ভাড়া থাকতেন তার বাবা একজন লালন ভক্ত সাধু ডাক নাম দুলাল সাধু দুলাল সাধু একদিন অফিসে এসে জানালেন তারা ভূমিহীন গৃহহীন অন্যের বাসায় ভাড়া থাকেন তিনি বললেন, “আমি সাধু মানুষ। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকি আপনারা আমার ছেলেকে একটি ঘর দেন ’’ তার প্রেক্ষিতে যাচাই-বাছাই পূর্বক তথ্য সঠিক পাওয়ায় খাঁনপুর মৌজার হ্যালিপ্যাড নামক স্থানে নির্মিত ৩৮টি ঘরের মধ্যে টি ঘর তার ছেলে মো. শামীম হাসান খানের নামে বরাদ্দ দেওয়া হয় তার নামে বরাদ্দকৃত ০২ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য প্রায় ,২৫,০০০/- টাকা ঘর পাওয়ার পর তাকে আর ভাড়া বাসায় থাকতে হয়না এজন্য টাকা বাঁচিয়ে তিনি একটা মোটর সাইকেল কিনেছেন তিনি এখন তার কর্মস্থলে মোটর সাইকেলে চড়েই যান। তিনি বাড়ির আঙিনায় কলা, সিম, লাউসহ বিভিন্ন সবজির চাষ করছেন এছাড়াও তিনি তার বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুলগাছ লাগিয়েছেন সে এখন মোটর সাইকেলে চড়েই কর্মস্থলে যাচ্ছেন তিনি অত্যন্ত সুখী সুন্দর জীবন যাপন করছেন