• বিভাগঃ খুলনা
  • জেলাঃ বাগেরহাট
  • উপজেলাঃ রামপাল
  • পৌরসভা/ইউনিয়নঃ গৌরম্ভা

হনুফা বেগমের এবং তার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে আসে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ- প্রকল্প।উপজেলা প্রশাসন রামপাল, বাগেরহাটের তত্ত্বাবধানে গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার শতক খাস জমির মালিকানাসহ দুই কক্ষ বিশিষ্ট একটি সেমিপাকা ঘর প্রাপ্ত হন যার বর্তমান বাজার মূল্য প্রায় ,০০,০০০ টাকার অধিক। এখান থেকেই মূলত তার বদলে যাওয়ার গল্প শুরু।তিনি বাড়ির সামনের জায়গায় উপজেলা প্রশাসন কৃষি অফিস থেকে প্রাপ্ত উন্নতমানের সবজি বীজ দিয়ে শুরু করেন পারিবারিক সমন্বিত পুষ্টি বাগান লাউ, কুমড়া, লেটুস, কপি, ব্রুকলি প্রভৃতি সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন তিনি। সাথে করেছেন প্রায় ১৫ টি হাঁস মুরগী পালন। এই সবজি হাঁস মুরগীর আয়লব্ধ অর্থ দিয়ে ক্রয় করেছিলেন ০১ টি ছাগল। যা থেকে বর্তমানে ছাগলের সংখ্যা দাঁড়িয়েছে ০৫ টি তে। মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহারের ঘরের পাশে নিজ উদ্যোগে গোয়াল ঘর নির্মাণ করে পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি গাভি পালন করা শুরু করেন বর্তমানে তার মোট গরুর সংখ্যা চারটি।এভাবে সবজি, হাঁস মুরগি, ডিম, গাভীর দুধ নিয়মিত বাজারে বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন হনুফা বেগম তার পরিবার।সকলের মুখে আজ সুখের হাসি ।হনুফা বেগম জানান যে, শুধু মাত্র আশ্রয়ণ প্রকল্প থেকে প্রাপ্ত ঘরের জন্যই তার পরিবারের সকলের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয়েছে। যেখানে তার মাথা গোঁজারই ঠাঁই ছিল না, সেখানে এখন থেকে চারটি মানুষের থাকা খাওয়ার সুব্যবস্থা হয়েছে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন।