• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ নওগাঁ
  • উপজেলাঃ রাণীনগর

মো. আক্তারুল ইসলাম,পিতা মৃত ওসমান প্রামানিক, বয়স- 51 বছর। পেশা- ব্যবসায় কাঁচামালের ব্যবসা। তার স্ত্রী শাহিদা আকতার। তার এক সন্তান। তিনি পূর্বে দিনমজুর ছিল। অতি কষ্টে দিনাতিপাত করতেন। আগে জড়াজীর্ণবাড়ীতে স্ত্রী সন্তানকে নিয়ে বাস করতেন। বর্তমানে মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কাশিমপুর আশ্রয়ণ প্রকল্পে তিনি আধাপাকা বাড়িতে বিনা খরচে সরকারি খাস জমিতে ঘর পেয়ে বাস করছেন। তার পূর্বে বিভিন্ন এনজিওতে অনেক ঋণ ছিল। কিন্তু আশ্রয়ণ প্রকল্পে জমি ও ঘর পেয়ে ছাগল পালন শুরু করেন এবং বিভিন্ন হাটে কাঁচামালের ব্যবসা করে ঋণ পরিশোধ করে তিনি স্বাবলম্বী হয়ে উঠেন। তার সন্তান এখন স্কুলে লেখাপড়া করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে জমি ও ঘর পেয়ে তিনি আনন্দিত। তার জীবনধারাই বদলে গেছে। তিনি ক্ষুদ্র দিনমজুর থেকে একজন সফল ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে উঠেছেন। এটাই তার বদলে যাওয়ার গল্প।