• বিভাগঃ খুলনা
  • জেলাঃ যশোর
  • উপজেলাঃ শার্শা

মো: আরিফুল ইসলাম, বয়স: ৩০ বছর, স্ত্রীর নাম: মোছা: রুবিনা বেগম, বয়স-২৭ বছর। সন্তান: ০২ জন। এক ছেলে, এক মেয়ে। মো: হাবিবুল্লাহ, বয়স-১১ বছর, ৫ম শ্রেণি, ধান্যখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শার্শা, যশোর। মোছা: ফারজানা ফেরদৌস, বয়স- বছর মাস।মো: আরিফুল ইসলাম দম্পতি আশ্রয়ণের ঘর পাওয়ার আগে একটি ছোট ঘরে ভাড়া থাকতেন। অন্যের জমিতে শ্রমিকের কাজ করতেন আরিফুল। পৈত্রিকসূত্রে কোন সম্পত্তি না পাওয়ায় এবং লেখাপড়া তেমন না করায়, তার অবস্থার কোনও উন্নতিও হচ্ছিল না। সামান্য আয় দিয়ে ঘর ভাড়া পরিশোধ করে সংসার চালাতে তার নাভিশ্বাস উঠে যেতো। একদিকে সংসার অন্যদিকে সন্তানের লেখাপড়া, কোনো খরচই কুলিয়ে উঠতেন না আরিফুল। নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকত পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন- প্রকল্পে ভূমিহীন-গৃহহীনের ঘরের জন্য আবেদন করেন আরিফুল। উপকারভোগীর বরাদ্দকৃত শতাংশ জমির বর্তমান বাজার মূল্য: লাখ ২০ হাজার টাকা। মো. আরিফুল মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ঘর উপহার পেয়েছেন। ঘরভাড়ার টাকাটা বেঁচে যাওয়ায় পেশা পরিবর্তন করে স্থানীয় শাখারীপোতা বাজারে নরসুন্দরের কাজ শুরু করেছেন। এখন মাসে প্রায় ১০-১২ হাজার টাকা আয় করছে। পরিবারের কিছুটা আর্থিক সচ্ছলতা ফিরেছে। একটা গাভীও কিনেছে সম্প্রতি। বাড়ির আঙ্গিনায় সবজি আবাদ করছেন। ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে স্বপ্ন দেখান ইঞ্জিনিয়ার এবং ডাক্তার বানানোর।