• বিভাগঃ খুলনা
  • জেলাঃ যশোর
  • উপজেলাঃ শার্শা

হাফিজা কাতুন তার বাবার বাড়িতে থাকতেন ছাপরা ঘরে। বিয়ের পর ভেবেছেন অবস্থার উন্নতি হবে। কিন্তু স্বামী আসাদুলেরও ঘরের একই অবস্থা। হাফিজা খাতুন চেয়ারম্যানের কাছে ঘর পাওয়ার আবেদন করার পর একদিন স্বপ্ন সত্যি হয়ে তার নামে ঘর আর জমির দলিল হয়ে যায়। ঘরে ওঠার মাস খানেক পরে দম্পত্তির কোলজুড়ে এক পুত্র সন্তান আসে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় সে সন্তানের নাম রেখেছেন মুজিবুর রহমান। মুজিবুর রহমানের এখন বয়স ১০ মাস। হাফিজা খাতুনের স্বপ্ন ছেলে বড় হয়ে বঙ্গবন্ধুর মতো হবেন। এখন সংসারে সচ্ছলতা ফিরেছে। একটি গাভি পালনকরছেন তিনি। বাড়ির আঙ্গিনায় সবজি আবাদ করছে। তার চেখে মুখে এখন স্বপ্নের উচ্ছলতা আর মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা।