• বিভাগঃ খুলনা
  • জেলাঃ মেহেরপুর
  • উপজেলাঃ মুজিবনগর

মোছা. ভানু খাতুন, বয়স পঁয়ষট্টি (৬৫) বছর, স্বামী মরহুম মোঃ আতর আলী। ভানু খাতুনের এক ছেলে দুই মেয়ে। অর্থের অভাবে ছেলেমেয়েদের লেখাপড়া শেখাতে পারেন নি। ছেলে বিয়ে করে অন্যত্র থাকেন, মায়ের খোঁজখবর নেন না। এক মেয়ের বিয়ে হয়ে গেছে। আগে ভিক্ষাবৃত্তি করতেন। মাটি আর খড়ের চালের বাড়িতে থাকতে হতো। রোদ বৃষ্টিতে সারাবছর অনেক কষ্টে থাকতেন। ঘর থেকে দূরে অস্বাস্থ্যকর টয়লেট ছিল। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে সংসার চালাতেন কোনোরকমে। সামর্থ্য না থাকলেও আজীবন তার স্বপ্ন ছিল একটি পাকা ঘরের, যেখানে রোদ বৃষ্টিতে নিশ্চিন্তে মাথা গোজার মত একটা ঠাঁই হবে। অবশেষে ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষ্যে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় মহাজনপুর ইউনিয়নে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শতক জমির উপর একটি সেমি পাকা ঘর পেয়েছেন। সেখানে দুই শতক জমির বর্তমান বাজার মূল্য প্রায় লক্ষ টাকা। ঘরে আঙ্গিনায় জমিতে বিভিন্ন মৌসুমি শাক-সবজির চাষ করে পরিবারের চাহিদা মিটাচ্ছেন। পূর্বের মত ভিক্ষাবৃত্তি তার করা লাগে না। বাসার পাশেই একটি চায়ের দোকানে তিনি কাজ করে উপার্জন করেন। তার মেয়ে সরকারের বিভিন্ন কর্মসূচিতে যেমন মাটি কাটার কাজ করে অর্থ উপার্জন করছেন। তার স্বল্প সামর্থ্য অনুসারে নিজ উদ্যোগে বাড়িতে একটি গরু, কিছু ব্ল্যাক বেঙ্গল ছাগল আর হাস-মুরগি পালন শুরু করেছেন। এখন তার পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে মেয়েকে নিয়ে তিনি সুখে শান্তিতে বসবাস করছেন।