• বিভাগঃ খুলনা
  • জেলাঃ মাগুরা
  • উপজেলাঃ শ্রীপুর

খুব অল্প বয়সেই বিয়ে হয় জাহানারার। বিয়ের কয়েকবছরের মধ্যে ঘর আলো করে আসে এক পুত্রসন্তান। কিন্তু সুখে সংসার করা হয়ে উঠলো জাহানারার। বছর কয়েকের মধ্যে স্বামী মারা যান দুরারোগ্য অসুখে। ছেলেকে নিয়ে ফিরে আসেন বাবার আশ্রয়ে। দিনমজুর বাবার দিন আনা দিন খাওয়া সংসারে মেয়েকে নিয়ে বেশিদিন আশ্রয় জোটেনি। এরপর থেকে শুরু হয় অন্যের বাড়িতে বাড়িতে থাকা। অন্যের দয়ায় খাবার জুটেছে কোন বেলা, কোন বেলা না খেয়েই কেটেছে। মাথার উপর কোন ছায়া না থাকায় অন্যের বাড়ির বারান্দায় রাত কেটেছে। ঝড়, বৃষ্টি, শীত উপেক্ষা করে ছোট শিশুকে নিয়ে দুর্বিষহ জীবনে একটা আশ্রয় নিয়ে কেউ এগিয়ে আসেনি। একদিন ছেলে বড় হয়ে যায়। ছেলে বিয়ে করে পৃথক সংসার বাঁধেন। এরপর থেকেই একা একা দিনানিপাত করেন অন্যের আশ্রয়ে। বয়স বেড়ে চলে, দিন যায় কিন্তু রাত্রে চোখ বন্ধ করে শান্তিতে ঘুমানোর মত কোন আশ্রয় মেলেনি। অবশেষে সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্থানীয় প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আশ্রয়ণ- প্রকল্পের আওতায় গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রম। তালিকাভুক্ত হন জাহানারা। এরপর জমি পেলেন, ঘর পেলেন। শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া গ্রামে যেখানে প্রকল্পের আওতায় গড়ে উঠেছে ২১টি পরিবারের আশ্রয়স্থল। সেখোনে জাহানারা পেয়েছেন জমিসহ ঘর যার বর্তমান বাজার মূল্য প্রায় (পাঁচ) লক্ষ টাকা। বর্তমানে এই ঘরে জাহানারা একাই বাস করেন। অন্যের বাড়িতে কাজ করেন, লাউ, ফুলকপি, পেঁপে বিভিন্ন সবজি চাষ করেছেন ঘরের সামনের খালি জায়গায়। জাহানারার দু:খের দিন শেষ হয়েছে। অন্যের পরাধীনতার শিকলতাঁকে আর বাঁধা দেয় না কোন কাজে। স্বাধীনভাবে বসবাস করছেন নিজের ঘরে।