• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ রূপসা

সেলিনা বেগম। বয়স ৪৬ (ছেচল্লিশ) স্বামী: ফারুক শেখ (৫৯), পেশা: দিনমজুর। তাদের সংসারে ০৩টি মেয়ে। স্বামী সন্তানদের নিয়ে তার বড় চাচা রওশন শেখের বাড়িতে ছোট্ট একটি খুপরি ঘর করে বসবাস করতেন। কীভাবে দুবেলা দু-মুঠো খেয়ে ০৩ সন্তানকে নিয়ে টিকে থাকবেন তা ভেবেই দিশেহারা হয়ে যেতেন এই দম্পতি। ০৩ কন্যাকে নিয়ে স্বপ্ন ছিল অনেক কিন্তু অভাবের সংসারে লেখাপড়ার খরচ যোগাতে না পেরে মেয়েদেরকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দেন। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরপরই তার স্বপ্নের মোড় ঘুরে যায়। তিনি তখন নতুন স্বপ্ন দেখতে শুরু করেন, আমার যদি নিজস্ব একটু ঠিকানা থাকতো তাহলে আমি আমার মেয়ে জামাই এবং নাতিদের নিয়ে স্বসম্মানে বেঁচে থাকতে পারতাম। তার নিজের একটি ঠিকানা হবে এই স্বপ্নে তিনি দিনরাত বিভোর থাকতেন। ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষ্যে রূপসা উপজেলার সামন্তসেনা আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ০২ শতক জমিসহ সেমিপাকা ঘর যার বর্তমান বাজার মূল্য প্রায় ,০০,০০০/- (চার লক্ষ) টাকা সেলিনা বেগম অবসরে ঘরের আঙিনায় বিভিন্ন ধরনের মৌসুমি শাক-সবজির গাছ লাগিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন। তারা সবসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন।