• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ ফুলতলা
  • পৌরসভা/ইউনিয়নঃ ফুলতলা

মো. শাহ আলম শেখ। বয়স সাতচল্লিশ (৪৭) স্ত্রী সাথী আক্তার। শাহ আলম পেশায় একজন দিনমজুর (ইট ভাঙ্গা মেশিনের শ্রমিক) এই দম্পতি ০৪ সন্তান নিয়ে কোন রকম অন্যের বাড়িতে আশ্রিত ছিলেন। তার দৈনিক সামান্য মজুরি দিয়ে সংসার চালানো খুব কষ্টকর ছিল বিধায় তার স্ত্রী আশ্রয়দাতাদের বাড়িতে কাজ করতেন। তাদের অমানবিক অত্যাচার সহ্য করে সেখানে থাকতেন তিনি। অর্থের অভাবে সন্তানদের লেখাপড়া করাতে পারেননি। এরপরও তিনি স্বপ্ন দেখতেন নিজের মাথার উপর নিজস্ব একটি আশ্রয় হবে, যেখানে পরিবার নিয়ে বসবাস করবেন এবং ছোট ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করবেন। ২০২১ সালে মুজিববর্ষ উপলক্ষ্যে ফুলতলা উপজেলায় নির্মিত উত্তরডিহি আশ্রয়ণে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ০২ দুই শতক জমির উপর একটি সেমিপাকা ঘর পেয়ে সেই স্বপ্ন পূরণ হয়েছে। দুই শতক জমির বর্তমান বাজার মূল্য ,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। বর্তমানে তিনি ঘরের সামনের আঙিনায় বিভিন্ন মৌসুমি শাক-সবজি লাগিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করছেন এবং অর্থ উপার্জন করছেন। তিনি পূর্বের মত দিনমজুর হিসেবে কাজ করছেন এবং তার স্ত্রী হাঁসমুরগি পালন করে সেগুলো বিক্রি করে বেশ অর্থ উপার্জন করছেন। তার বড় তিন ছেলে এই বাড়িতে এসে বাবার সাথে কাজে যোগদান করেছেন। তিনি ছোট ছেলেটিকে ৪র্থ শ্রেণিতে স্কুলে ভর্তি করেছেন। বড় হওয়ার স্বপ্ন নিয়ে সে এখন মন দিয়ে লেখাপড়া করছে। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার সেমিপাকা ঘর পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। বর্তমানে তিনি পরিবারের সকলকে নিয়ে সুখী জীবনযাপন করছেন।