• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ দিঘলিয়া

রুমা বেগম। বয়স ৪১ (একচল্লিশ) স্বামী মো. আসলাম শেখ। তিনি পেশায় একজন দিনমজুর। তিনি ধান ক্ষেতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তার যতটুকু জমি ছিল, একটি মর্মান্তিক দুর্ঘটনায় চিকিৎসা খরচ মিটাতে সবটুকু জমি তিনি বিক্রি করে দিয়েছিলেন। তারপর তিনি হয়ে পড়েন সহায় সম্বলহীন। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি একটি জরাজীর্ণ বাড়িতে দীর্ঘ ১৭ বছর ভাড়া ছিলেন। তার অসুস্থ স্বামীর দিন মজুরীর স্বল্প আয়ে দুই কন্যা এবং একটি পুত্র সন্তান নিয়ে কোনোরকমে খেয়ে পরে দিন কাটতো তাদের। বড় মেয়েটি মেধাবী হওয়ায় লেখাপড়া শিখে বড় হওয়ার স্বপ্ন ছিল। তিনি ভাবতেন বাড়িভাড়াটা যদি না দিতে হতো, তাহলে এই টাকাটা তিনি সন্তানদের লেখাপড়ায় ব্যয় করতে পারতেন। এরুপ টানাটানির সংসারে রুমা বেগম একসময় হতাশ হয়ে মেয়েকে বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ২০২১ সালে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দিঘলিয়া উপজেলায় নির্মিত আতাইনগর আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শতক জমি সহ সেমিপাকা ঘর পাওয়ায় তাদের সচ্ছলতা ফিরে আসে। উক্ত জমির বাজার মূল্য ,০০,০০০/-(চার লক্ষ) টাকা। তিনি মেয়েকে আবার উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখতে শুরু করেন। বর্তমানে তার মেয়ে চুমকী খাতুন অনার্স ৩য় বর্ষে, ছোট মেয়ে নবম শ্রেণিতে এবং ছেলে ৩য় শ্রেণিতে অধ্যয়নরত। তারা মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে অনেক খুশি। নিরাপদ আশ্রয়ে থেকে সন্তানদের লেখাপড়া ভালোভাবেই চলছে। বর্তমানে তিনি ঘরের সামনের আঙিনায় বিভিন্ন মৌসুমি শাক-সবজির গাছ লাগিয়ে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করছেন। সংসারের কাজের পাশাপাশি সেলাই মেশিনে জামা-কাপড় তৈরির কাজ করছেন। এই আয় থেকে চলছে তার সংসার ছেলে-মেয়েদের লেখাপড়া। মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে তারা খুবই সুখী আনন্দিত। তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ।