• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ তেরখাদা

আম্বিয়া খাতুন। বয়স ২৪ (চব্বিশ) স্বামী পারভেজ মোল্যা, পেশায় একজন দিনমজুর এবং এক ছেলে এক মেয়ে নিয়ে কোন রকম বাবার জরাজীর্ণ বাড়িতে থাকতেন। স্বামীর দিন মজুরির আয় দিয়ে অভাব অনটনের মধ্য দিয়ে কোনোরকম খেয়ে না খেয়ে দিন কাটতো তাদের। সন্তানরা বয়সে খুবই ছোট হওয়ায় স্যাঁতসেঁতে পরিবেশে তাদের প্রায়ই সর্দি-কাশি লেগে থাকত। অর্থের অভাবে সন্তানদের চিকিৎসা নিশ্চিত করা এবং পুষ্টিকর খাবারের জোগান দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছিল। এরপরও তিনি ভাঙ্গা চালায় স্বপ্ন দেখতেন নিজের বসবাসের একটি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত হবে যেখানে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করবেন। ২০২১ সালে মুজিবশতবর্ষ উপলক্ষ্যে তেরখাদা উপজেলার কোদলা আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শতক জমির উপর নির্মিত সেমিপাকা ঘর পেলেন অমূল্য উপহার হিসেবে। যে জমির মূল্য কমপক্ষে ,০০,০০০/- (এক লক্ষ) টাকা। যা ক্রয়ের সাধ্য তার কখনোই ছিল না। চোখে তার নতুন স্বপ্ন, মনে খুশির জোয়ার। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ঘরের সামনের আঙিনায় বিভিন্ন মৌসুমি শাকসবজি রোপণ করে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত সবজি বাজারে বিক্রি করেন। এছাড়া তিনি সংসারের কাজকর্মের পাশাপাশি রাতে বিদ্যুতের আলোয় সেলাইমেশিন চালিয়ে আশ্রয়ণ প্রকল্প আশেপাশের পরিবারের সদস্যদের জামা-কাপড় তৈরি করেন। তার স্বামী ঘরের বারান্দায় বাঁশ বেতের ঝুঁড়ি বানিয়ে বাজারে বিক্রি করেন। বর্তমানে এই আয় থেকে স্বচ্ছলভাবেই তার সংসারের ভরণপোষণ চলছে। স্বাবলম্বী হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে তারা সৃষ্টিকর্তার নিকট সবসময়ই দোয়া করেন।