• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ পাইকগাছা

মো. কাজল ইসলাম মোল্লা। বয়স (৪৮) স্ত্রী মরিয়ম বেগম তিন ছেলে-মেয়ে নিয়ে পাইকগাছা পৌরসভার ০৭ নং ওয়ার্ডে ছোট্ট একটি টিনের ঘরে ভাড়া থাকতেন। পেশায় ছিলেন কাঠমিস্ত্রি। তিন বছর আগে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বড় দুই মেয়ের বিয়ে দেয়া আর নিজের চিকিৎসার ব্যয়ভার বহনের দুশ্চিন্তা তার বুকে জগদ্দল পাথরের মত চেপে বসে। কীভাবে বেঁচে থাকবে সেই চিন্তায় যখন দিশেহারা তখনই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মুজিববর্ষের ঘর পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে থাকেন। অবশেষে ২০২১ সালের মুজিববর্ষে ০২ শতক খাসজমির উপর মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমিপাকা ঘর পায় জাবেদ আলী। উক্ত জমির বাজার মূল্য ,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। ঘর পাওয়ার পর বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ঘরের বারান্দায় চা-বিস্কুটের দোকান দিয়েছেন, পাশের জমিতে চাষ করেছেন নানা রকম সবজি যা বিক্রি করে স্বাচ্ছন্দ্যেই চলছে তার সংসার। ছোট ছেলেটা ৬ষ্ঠ শ্রেণির ছাত্র যাকে উচ্চশিক্ষিত প্রতিষ্ঠিত করতে কাজল মোল্লা এখন বুকভরা স্বপ্ন দেখছেন। শারীরিক অসুস্থতার কারণে পূর্বের পেশা হারালেও ঘরে বসেই তার জীবিকা নির্বাহের সুযোগ তৈরি হয়েছে। খাবার পানির সংকট মেটাতে পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া বৃষ্টির পানি সংরক্ষণের বড় ট্যাংকি। যাপিত জীবন নিয়ে কাজল মোল্লার চোখে এখন নিশ্চিন্ত জীবনের হাতছানি।