• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ দাকোপ

জাবেদ আলী। বয়স (৬৫) পেশায় একজন দিনমজুর। তিন সন্তানের মধ্যে দুই মেয়েকে বিয়ে দেয়ার পর একমাত্র পুত্র এবং স্ত্রীকে নিয়েই তার ছোট সংসার। ইতোমধ্যে শরীরের গ্রন্থি হাড়ে ভর করে এসেছে বার্ধক্যের ভার। ষাটোর্ধ্ব বয়সের দিনমজুরের মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম আর শরীরে সহ্য হয় না। এদিকে একমাত্র পুত্র স্নাতক পড়াশোনা করছে। সবকিছু মিলিয়ে বৃদ্ধ জাবেদ আলির যাপিত জীবন অসহ্য হয়ে উঠে। একটা মাথাগোঁজার ঠাঁই পাওয়ার জন্য মন আকুলিবিকুলি করে। অবশেষে, ২০২১ সালের মুজিববর্ষে ০২ শতক খাসজমির উপর মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সেমিপাকা ঘর পায় জাবেদ আলী। উক্ত জমির বাজার মূল্য ৬০,০০০/- (ষাট হাজার) টাকা। পূরণ হয় তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। বর্তমানে কয়রা উপজেলার শ্রীরামপুর গ্রামে গেলে বৃদ্ধ জাবেদ আলিকে ঘর পাওয়ার আনন্দে উদ্বেলিত দেখা যায়। দেখা যায় তার জীবনে খুঁজে পাওয়া নতুন উদ্যম। ঘরের সামনের আঙিনায় লাউ-কুমড়ো, পেঁয়াজ-রসুনসহ বিভিন্ন মৌসুমি শাক-সবজির সমারোহ। সবজি চাষের পাশাপাশি নবনির্মিত ঘরের পাশে কবুতর পালনের ছোট ছোট খোপ-খোপ ঘর। মাচায়-মাচায় ঝুলে থাকা কচি লাউ শেষ বয়সেও ঝুলে থাকা জাবেদ আলির স্বপ্নকেই যেন নির্দেশ করে। তারা ঘর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করেন।