• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ দাকোপ
  • খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা কৃষ্ণপদ দাস (৬৫), যার দিন কাটতো জুতা সেলাই করে। দুই মেয়ে দোলন দাস, সাধনা দাস এবং স্ত্রী ললিতা দাসকে নিয়ে পূর্বে বসবাস করতেন পশুর নদীর পাড়ে গোলপাতার ঘরে। বর্ষায় ঘরের চাল থেকে পড়ত বৃষ্টির পানি। দুই কন্যা আর স্ত্রীকে নিয়ে ঝড়-বাদল আর শীতে দিন কাটতো অনিশ্চয়তায়। দুই মেয়ের লেখাপড়া চালাতে আর দুবেলা অন্ন সংস্থানের পেছনে ছুটতে-ছুটতে উঠতো তার নাভিশ্বাস। হঠাৎ পশুর নদীর ভাঙ্গনে ভেঙ্গে যায় তার গোলপাতার কুঁড়েঘর। হয়ে পড়েন আশ্রয়হীন, দুই কন্যা আর স্ত্রীকে নিয়ে মাথাগোঁজার ঠাঁই নেই কৃষ্ণপদ দাসের, মাথায় আকাশ ভেঙ্গে পড়ে তার। ২০২১ সালে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত শতক জমিসহ সেমিপাকা ঘর পেয়ে কৃষ্ণপদ দাসের এখন হয়েছে মাথাগোঁজার নিশ্চিত আশ্রয়। যার বর্তমান বাজার মূল্য ,০০,০০০/- (দুই লক্ষ) টাকা বর্ষা শীতের কষ্ট ঘুচেছে। কৃষ্ণপদ নিজে জুতা সেলাইয়ের কাজ করেন, মেয়ে দোলন দাস মাস্টার্সে অধ্যয়নরত, পড়াশোনার পাশাপাশি সেলাইয়ের কাজ এবং আঙ্গিনায় শিমগাছ লাগিয়ে নিয়মিত আয় করছেন। অন্য দিকে মেয়ে সাধনা দাস মুজিববর্ষের ঘরের বারান্দায় ঋষি পল্লির বাচ্চাদের পড়ান। তাদের ঘরে এখন সুখের সুবাতাস। সেমিপাকা ঘর পেয়ে তারা অত্যন্ত আনন্দিত এবং পূর্বের তুলনায় সচ্ছল এবং সম্মানজনক জীবনযাপন করছেন।