• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ বটিয়াঘাটা

ফরিদা বেগম। বয়স ৩৫ বছর। স্বামী ইসা খাঁ, পেশায় দিনমজুর। তিন ছেলে নিয়ে বারোআড়িয়া গ্রামের এক জরাজীর্ণ বাড়িতে বসবাস করতেন। বড় ছেলে ক্লাস ফাইভে পড়ে। ইচ্ছা ছিল, ছেলেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। কিন্তু অর্থের অভাবে ছেলেদের পড়াশোনা বেশিদূর এগিয়ে নিতে পারেন নি। এমনকি পুষ্টিকর খাবারের জোগান দেওয়াও সম্ভব ছিল না। নিজের বাড়ি না থাকায় হাঁস মুরগি পালন করে সন্তানদের একটু পুষ্টির চাহিদা মেটাবেন সে আশাও পূরণ হয়নি তার। ছিন্নমূল জীবনে কীভাবে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকার যুদ্ধে স্বামী ইসা খাঁ এবং তিন পুত্র সন্তান নিয়ে টিকে থাকবেন- তা ভেবেই হয়ে যেতেন দিশেহারা। এরপরও স্বপ্ন দেখতেন একটি নিরাপদ আশ্রয়ের। ২০২১ সালে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারে দুই শতক জমিসহ সেমিপাকা ঘর পেয়ে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। যে জমির মূল্য প্রায় ,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা সারাদিন কাজ করে আসার পর তার একটা মাথা গোঁজার ঠাঁই হয়েছে। রোদ, ঝড়, বৃষ্টিতে এখন আর চিন্তা করতে হয় না। তারা জমিসহ গৃহ পেয়ে এখন স্বাবলম্বী হয়েছে। জীবনে তাদের এখন সুন্দর অবসর সময় কাটে। জীবনের তাগিদে কাঁথা সেলাই করে আর মনের তাগিদে লুডু খেলার অখণ্ড অবসর পান এখন তারা।