• বিভাগঃ খুলনা
  • জেলাঃ খুলনা
  • উপজেলাঃ ডুমুরিয়া

রিক্তা বেগম, বয়স ৪৭ বছর। পেশায় -দিনমজুর, মাটি কেটে জীবন নির্বাহ করেন। স্বামী–মোস্তাইন শেখ, পেশায় দিনমজুর; স্বামী স্ত্রী মিলে একই ধরনের কাজ করেন। এক ছেলে এক মেয়ে সুমি বেগমকে (১৬) নিয়ে নোয়াইলতলা গ্রামের এক জরাজীর্ণ বাড়িতে বসবাস করেন। মেয়ে ক্লাস এটা পড়া অবস্থায় অর্থের অভাবে মেয়ের পড়াশোনা চালাতে পারেননি। পড়াশোনা বা তিনবেলা পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে যেখানে হিমশিম খেতে হত সেখানে তো ঘরের চিন্তা তো অলীক কল্পনা মাত্র। এরপরও স্বপ্ন দেখতেন তার নিরাপদ আশ্রয়ের। ২০২১ সালে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারে দুইশতক জমিসহ সেমিপাকা ঘর পেয়ে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এ ঘর ও জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা। সারাদিন কাজ করে আসার পর তার একটা মাথা গোঁজার ঠাঁই হয়েছে। রোদ, ঝড়, বৃষ্টিতে এখন আর চিন্তা করতে হয় না। তারা জমিসহ গৃহ পেয়ে এখন স্বাবলম্বী হয়েছেন। একটা সুখের সংসার পেয়েছেন। ছেলে ও মেয়ে আবার স্কুল যাচ্ছে। এ যেন স্রষ্টার সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ।