• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ জয়পুরহাট
  • উপজেলাঃ আক্কেলপুর
  • পৌরসভা/ইউনিয়নঃ রুকিন্দীপুর

গয়না বিবি, বয়স: ৪২, আবু বক্কর ছিদ্দিক, বয়স: ৫০, তাদের দুই ছেলে রয়েছে।

আবু বক্কর ছিদ্দিক সব থেকে প্রতিবন্ধী । তিনি নিজে কোনো কাজ করতে পারেন না। তার স্ত্রী অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালান।এর আগে তারা অন্যের বাড়ির পাশে ছোট টিনের ছাউনি তুলে থাকতেন। বৃষ্টির দিনে টিনের ছিদ্র দিয়ে পানি পড়ত। যেদিন রাতে বৃষ্টি হত সেদিন সারারাত তাদের ঘুম হত না। তাদের দুটি সন্তান (ছেলে) বিদেশে থাকলেও তাদের কোনো খরচ বহন করত না। মুজিববর্ষ উপলক্ষ্যে উপকারভোগীরা যে ২ শতাংশ জমি পেয়েছেন তার বর্তমান বাজার মূল্য প্রায় ২,০০,০০০(দুইলাখ) টাকা।

ভূমিহীন হিসেবে আশ্রয়ণের ঘর পাওয়ার পর এখন তিনি নিজের ঘরে স্বামীকে নিয়ে শান্তিতে দিনযাপন করছেন। এখন তার আয়ের উৎস বেড়েছে।বাড়ির পাশের একটি জমিতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছেন গয়না বিবি। নিজের ঘর হওয়ায় এখন তিনি আর তুচ্ছ তাচ্ছিল্যের শিকর হন না। ফলে তিনি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্বামী প্রতিবন্ধী বিধায় কৃষি কাজ বাদে অন্য কোনো কাজ করতে পারেন না। তবে এখন ঝড় বৃষ্টির রাতেও আর কোনো চিন্তা নেই। সারাবছরই আরাম করে ঘুমাতে পারেন তারা। তাদের দুই ছেলে তাদের কোন খরচ না দিলেও তারা আগের থেকে সুখে আছেন।