• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ জয়পুরহাট
  • উপজেলাঃ জয়পুরহাট সদর
  • পৌরসভা/ইউনিয়নঃ মোহাম্মদাবাদ

নাম: খুব লাল দাস, বয়স: 50, স্ত্রী: নুমিতা রানী, বয়স: ৩৫  গ্রাম:: তেঘর চকমোহন, ইউনিয়ন: মোহাম্মাদাবাদ, উপজেলা: জয়পুরহাট সদর, জেলা: জয়পুরহাট

উপকারভোগী পূর্বে অন্যের জমিতে বেড়ার খুপরি ঘরে বসবাস করতেন। সেখানে তাদের জীবন যাপনের কোন নিরাপত্তা ছিল না। ছোট ভাঙ্গা ঘরে থেকে শীত-বৃষ্টি মৌসুমে লড়াই করে তারা অনেক কষ্টে জীবন যাপন করতেন বর্ষার সময় ঘরের ছাউনী দিয়ে পানি পরত।যেদিন ঝড় বৃষ্টি হতো সেদিন আর তাদের ঘুম হতো না। এই নিয়ে তারা প্রচুর মনোকষ্টে ভুগতেন। মুজিববর্ষ উপলক্ষ্যে উপকারভোগীরা যে ২ শতাংশ জমি পেয়েছেন তার বর্তমান বাজার মূল্য প্রায় 60,000 (ষাট হাজার) টাকা। মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ শতক জমিসহ পাকা ঘর পাওয়ায় তাদের জীবন-যাপনের পূর্ণ পরিবর্তন এসেছে। নিজের বাড়িতে স্বাধীনভাবে বসবাস করতে পারছেন তারা ঝড়-বৃষ্টির সময় ঘরের ভিতর পানি পরার থেকে ও শীতের কষ্ট থেকে পরিত্রান পেয়েছেন তারা বলেন এ সব কিছুই মাননীয় প্রধান মন্ত্রীর আবদান। বাড়ীরপাশের মাচায় লকলকিয়ে বাড়ছে সিম আর লাউ, নিচের গাছে ঝুলছে ছোট ছোট বেগুন ও লাল-সবুজ টমেটো। এক কোণে পালং ও লালশাকআঙ্গিনায় রয়েছে পেপে, মিষ্টি কুমড়া, ফুল কপি ও বাধা কপিসহ শীতকালীণ নানা সবজি বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা তাদের মাথা গোঁজার ঠাই শান্তির নীড় গড়ে দেওয়ায় তারা মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে দোয়া করেন তাঁকে (মাননীয় প্রধানমন্ত্রীকে) যেন একশবছর সুস্থভাবে বাঁচিয়ে রেখে  প্রধানমন্ত্রীর চেয়ারে রাখেন।