• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ
  • উপজেলাঃ চাঁপাইনবাবগঞ্জ সদর
  • পৌরসভা/ইউনিয়নঃ ঝিলিম

নামঃ মোঃ আখতারুল (শারিরীকপ্রতিবন্ধী) বয়সঃ 44 বছর, স্ত্রীঃ মোসাঃ শুকতারা বেগম বয়সঃ 39 বছর, সন্তানঃ দুইপুত্র, এককন্যা। 

উপকারভোগী ভূমিহীন পিতার যৌথ পরিবারে বসবাস করার সুযোগ না পেয়ে রাস্তার পাশে তাবু টাঙিয়ে বসবাস করতেন। অর্থাভাবে সংসারের ব্যয় বহন করতে হিমশিম খেতেন এবং ছেলে-মেয়েকে স্কুলে ভর্তি করতে পারছিলেন না। মুজিববর্ষ উপলক্ষ্যে 2 শতক জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার আগে উপকারভোগী রাস্তার পাশে তাবু টাঙিয়ে বসবাস করতেন। এবং অসহায় জীবন-যাপন করতেন। ঘর পাওয়ার পর উপকারভোগীর কর্ম/পেশায় অর্থাৎ জীবন ধারণে পরিবর্তন এসেছে, বিশেষ করে আর্থিকভাবে ও সামাজিকভাবে। মুজিববর্ষ উপলক্ষ্যে 2 শতক জমিসহ সেমিপাকা ঘর পাওয়ার পর উপকারভোগী ঘর সংলগ্ন স্থানে দোকান দিয়েছেন এবং মাসিক 12,000/- থেকে 15,000/- পর্যন্ত আয় করার মধ্য দিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন অতিবাহিত করছেন।