• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ
  • উপজেলাঃ ভোলাহাট

মোঃ মোরসালিনহক (৩০), স্ত্রীঃ মোসাঃ নাসরিন খাতুন (২১), সন্তানের সংক্ষিপ্ত বর্ণনাঃ সন্তানঃ ০২ টিমেয়ে। বড় মেয়ের বয়স ৪ বছর এবং ছোট মেয়ে ০১ বছর ৮ মাসের শিশু। 

দুর্যোগ সহনীয় বাসগৃহ পাওয়ার আগে অসহায়ভাবে অন্যের জমিতে সন্তানদের নিয়ে খড়ের বেড়া ও চালা দিয়ে তৈরী করে অস্থায়ী ঘরে অতি কষ্টে রাস্তার জমিতে জীবনযাপন করতেন। বর্ষা ও শীত মৌসুমে খুবই কষ্টে দিন অতি বাহিত করতেন।   মুজিব শতবর্ষ উপলক্ষ্যে  বাসগৃহ ও ২ শতক জমির বাজার মূল্য: প্রায় ২,০০,০০০/- টাকা।  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ২ শতাংশ জমিসহ সেমি পাকা ঘরে বসবাস করেন। গোবিন্দ পুকুর জনবহুল স্থান হওয়ায় মোঃমোরসালিন তার বাড়ীরপাশে একটি মুদি খানা দোকান খুলেছেন। তারই এই দোকানে এলাকার জন গণনিত্য প্রয়োজনীয় পণ্যক্রয় করেন। আর তার স্ত্রী মোসাঃ নাসরিন খাতুন গবাদি পশুপালন করেন। গরুর দুধ ও গো-বর্জ জ্বালানি হিসেবে বিক্রি করে মাস শেষে প্রায় ৬,০০০/- টাকা আয় করেন। তিনি পূর্বের তুলনায় বেশ উন্নত জীবনযাপন করেছেন।