• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ
  • উপজেলাঃ নাচোল

মোসা: মুর্শেদা খাতুন, স্বামী মো: রুবেল ইসলাম , তাদের একটি মাত্র মেয়ে। যার বয়স ৫ বছর।

মুজিববর্ষ উপলক্ষ্যে ২ শতক জমিসহ সেমি পাঁকা ঘর পাওয়ার আগে খাস জমিতে জড়াজীর্ণ বাড়িতে অসহায় অবস্থায় মো: রুবেল ইসলাম স্ত্রী-সন্তান নিয়ে জীবন-যাপন করতেন।

উপকারভোগীকে বরাদ্দকৃত ২ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।

মুজিববর্ষ উপলক্ষ্যে ঘর পাওয়ার পর উপকারভোগীর কর্ম/পেশায় অর্থাৎ জীবন ধারণে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, বিশেষ করে আর্থিকভাবে ও সামাজিকভাবে। ঘর পাওয়ার পর সে অন্যের জমিতে কৃষি কাজ করে।তার স্ত্রী সেলাই-মেশিনের কাজ করে। গুরু-ছাগল পালন করে আগের তুলনায় আর্থিক ও সামাজিকভাবে অনেক ভাল আছে।