• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ
  • উপজেলাঃ গোমস্তাপুর

নাম-নাজমা (৪৪), পিতা-মোঃ আজাহার, সন্তান-ছেলে মেয়ে ০৫ জন। মুজিববর্ষ উপলক্ষ্যে ২শতক জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার আগে অসহায় অবস্থায় সন্তান নিয়ে ঢাকা মোহাম্মাদপুর বস্তিতে ভাড়া থাকতো যার প্রতি মাসের ভাড়া লাগত ৩০০০ (তিন হাজার টাকা) খেয়ে পড়ে প্রতি মাসে বস্তির ভাড়া দেয়া সম্ভব হতো না। বস্তির ঘিঞ্জি বাড়িতে মানবেতর জীবন যাপন করতো। মুজিববর্ষ উপলক্ষ্যে উপকারভোগীকে বরাদ্দকৃত ২শতাংশ জমির বর্তমান বাজার মূল্যঃ ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা। বর্তমানে সে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারসরুপ প্রাপ্ত ঘরের একটি রুমে ছোট মুদিখানার দোকান দিয়েছে। দোকানের সারাদিন বিক্রয় হয় প্রায় ২০০/- (দুইশত) টাকা তাতে প্রায় ৩০/-(ত্রিশ) টাক লাভ হয়। এছাড়াও সে হাঁস, মুরগী লালন-পালনের মাধ্যমে ভাগ্য ফিরানোর চেষ্টায় করছে। এখন আর তাদের মাসশেষে আগের মত ভাড়া নিয়ে দুচিন্তা করতে হয় না। বর্তমানে তাদের সংসারে কিছু অর্থনৈতিক সংকট আছে। ধীরে ধীরে তাদের জীবন যাত্রার মান উন্নতির পথে অগ্রসর হচ্ছে।