• বিভাগঃ রংপুর
  • জেলাঃ কুড়িগ্রাম
  • উপজেলাঃ নাগেশ্বরী
  • পৌরসভা/ইউনিয়নঃ রামখানা

মোঃ কামাল হোসেন, বয়স (৩৫), পিতা মোঃ হোসেন আলী, বয়স (৬৫), স্ত্রী আফিয়া বেগম, বয়স (২৫) কে নিয়ে তার ছোট্ট সাজানো গোছানো সুখের সংসার । এই দম্পত্তির একমাত্র পুত্র সন্তান, যে দ্বিতীয় শ্রেণীতে লেখাপড়া করছেউপকারভোগী মোঃ কামাল হোসেন পূর্বে অন্যের জমিতে একটি টিনের ছায়লা ভাঙ্গা ঘরে অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করতেন প্রতিদিন তিনি দিনমজুরের কাজ করে অতিকষ্টে পরিবাবের ভরণপোষন চালাতেন। স্ত্রী-সন্তানের চাহিদা কখনো পুরণ করতে পারতেন না।

এ অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষ উপলক্ষে পাওয়া গৃহ তার জীবনের ভাগ্যের চাঁকা ঘুরিয়ে দেয়। উপকারভোগীকে বরাদ্দকৃত ০২ শতাংশ জমির বর্তমান বাজার মূল্যঃ  ৮০,০০০/- টাকা।  মুজিব বর্ষ উপলক্ষে ০২ শতাংশ জমিসহ সেমি পাকা ঘর পাওয়ার পর তিনি এখন আগের চেয়ে ভালো আছেন

তিনি বর্তমানে একটি এনজিও থেকে ক্ষুদ্র ঋণ করে মোটরবাইক ক্রয় করেন, সেটি তিনি ভাড়ায় যাত্রি বহন করেন এবং প্রতিদিন এ মোটরবাইক চালিয়ে  মাসিক প্রায় ১৫০০০/- টাকা আয় করে আর্থিকভাবে লাভবান হয়ে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে এনেছেন। মোঃ কামাল হোসেন এর স্ত্রীও ঘরের সামনের ফাঁকা অংশে সবজি চাষ করে নিজেদের খাদ্যের চাহিদা পূরণ করছেন। ছোট্ট একটু জায়গায় ফুল ফলের চারা গাছ লাগিয়ে নার্সারী তৈরী করে সংসারে বাড়তি উপার্জনে হাল ধরেছেন। তাদের ঘরেও এসেছে আধুনিকতার ছোঁয়া। তাদের এ আমূল পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।