• বিভাগঃ রংপুর
  • জেলাঃ কুড়িগ্রাম
  • উপজেলাঃ নাগেশ্বরী

বাদল চন্দ্র সেন, বয়সঃ ৪০, তার পিতা জনাব অমল চন্দ্র সেন। বাদল চন্দ্র সেন, তার স্ত্রী শ্রীমতি মিনা রানী( ৩০)এই পরিবারে রয়েছে তাদের দুই সন্তান। এক কন্যা ও এক ছেলে। মেয়েটি স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশুনা করে। ছেলেটি উপজেলা শহরে একটি ফার্মেসীর দোকানে চাকুরী করে। ঘর পাওয়ার আগে বাদল চন্দ্র সেনের পরিবার ছিলো  সব চাইতে অবহেলিত। প্রতিবেশীর দেওয়া জীর্ণ ঘরে ঠায় হয়ে ছেলে মেয়ে বউ নিয়ে অতীব কষ্ঠে দিনানিপাত  করছিলেন।

অবশেষে ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের ঘর পেয়ে কষ্ঠের দিন ঘুচাতে লাগলো। তাকে বরাদ্দকৃত ০২ শতাংশ জমির মূল্য প্রায় ১২০,০০০/- টাকা। বর্তমানে বাদল চন্দ্র সেন কৃষি কাজ করেন। ছেলেটিও ফার্মেসীতে চাকুরী করেন। তার স্ত্রী শ্রীমতি মিনা রানী একটি লালন পালন করেন। ঘরেও এসেছে আধুনিকতার ছোঁয়া। রয়েছে টেলিভিশন, শুকেস, ভালো্মানের খাট ও সুন্দর পরিপাটি সাজানো গোছানো ঘর দোয়ার। বাদলের পরিবারের মাসে আয় এখন প্রায় ২২-২৩ হাজার টাকা।

সমাজে এখন সে স্বচ্ছলার সাথে দিনযাপন করছে। এজন্য বাদল ও তার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।