• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ মেঘনা
  • পৌরসভা/ইউনিয়নঃ ভাওরখোলা

ছলু, বয়স ৪৫ বছর। তিন সন্তানের জনক ছলুর বড় দুই মেয়ে বিবাহিত। স্ত্রী ছোট সন্তানকে নিয়ে নোয়াগাঁও গ্রামে ভাড়া বাসায় থাকতেন। অন্যের জমিতে বর্গাচাষ করে কোন রকমে অতি কষ্টে দিনযাপন করছিলেন। বর্গাচাষী হওয়ায় দিন শেষে ছলুর mÂq বলে কিছুই ছিল না। মানুষের দয়া অবজ্ঞায় কোন রকমে স্ত্রী সন্তান সহ দিন পার করছিলেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া মুজিববর্ষের উপহার ০২ শতক জায়গা সহ সেমি পাকা ঘর পেয়েছেন। ঘর পাওয়ার পর তিনি ঘরের আঙিনায় ছোট সবজি বাগান করেছেন। অর্থের অভাবে একটা সময় মেয়ের স্কুলে যাওয়া বন্ধ হয়েছিল। বর্তমানে তার মেয়ে আবার স্কুলে যাচ্ছে। ছলু ভাড়ায় অটো চালানোর মাধ্যমে নিজের পরিবার চালানোর পাশাপাশি কিছু সঞ্চয় ও করছেন। এই সঞ্চয় দিয়ে একদিন তিনি নিজস্ব অটো কিনবেন এটাই তার স্বপ্ন। ৬,০০,০০০/- বাজার মূল্যের এই ঘর ছলুর জীবন পরিবর্তন করে দিয়েছে। তিনি এখন নিজের আর্থিক ভাবে স্বচ্ছল হওয়াকে তার আকাশ কুসুম কল্পনা মনে করছেন না।