• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ মেঘনা
  • পৌরসভা/ইউনিয়নঃ চন্দনপুর

রত্না, বয়স ২৯ বছর। দুই কন্যা সন্তান ও স্বামী সহ অন্যের একটা ঝুপড়ি ঘরে ভাড়া থাকতেন। নিরাপদ কোন আশ্রয়স্থল না থাকায় ০২ কন্যা সন্তান কে বাসায় রেখে তিনি কোন কাজ করতে পারতেন না। তার স্বামী দোকানের কর্মচারী। এই সামান্য আয় দিয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছিল। বর্তমানে মুজিব বর্ষের উপহার হিসাবে ০২ শতক জায়গা সহ সেমি পাকা ঘর পেয়ে রত্না অনেক খুশি। তাকে আর সন্তানদের নিরাপত্তার কথা চিন্তা করতে হয় না। সাংসারিক কাজের পাশাপাশি এখন তিনি সেলাই কাজও চালাচ্ছেন। স্বামী স্ত্রীর স্বল্প পুঁজি দিয়ে তারা হাঁস মুরগী প্রতি পালন করছেন। উপহার পাওয়া ঘরের বাজার মূল্য ৬,০০,০০০/- টাকা হলেও তা রত্না ও তার স্বামীর কাছে অমূল্য সম্পদ।