• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ মেঘনা
  • পৌরসভা/ইউনিয়নঃ চন্দনপুর

হাবিবুর রহমান, বয়স ৬৭ বছর। তিনি একজন যুদ্ধাহত বীর মুক্তি যোদ্ধা। মুক্তিযোদ্ধা ভাতা পেলেও তার কোন নিজস্ব আশ্রয়স্থল ছিল না। বিয়ের উপযোগী ০২ মেয়ে ও স্ত্রী সহ অন্যের ঝুপড়ি বাসায় ভাড়া থাকতেন। যুদ্ধাহত হওয়ায় তিনি উপার্জনে অক্ষম। তার স্ত্রী গৃহিনী। ভাতার টাকায় কোন রকমে অন্যের সাহায্য দয়ায় দিন যাপন করছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ দেয়া মুজিব বর্ষের ঘর এখন এই বীর মুক্তিযোদ্ধার নিরাপদ আশ্রয়স্থল। ৬,০০,০০০/- টাকা বাজার মূল্যের এই ঘর হাবিবুর রহমানকে আশার আলো দেখাচ্ছে। তিনি এখন স্বল্প পুঁজি দিয়ে কোন ছোট ব্যবসা করার চিন্তা ভাবনা করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।