• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ কুমিল্লা
  • উপজেলাঃ নাঙ্গলকোট
  • পৌরসভা/ইউনিয়নঃ রায়কোট

নাম  :     মো: হাসান (৪২), স্ত্রী :মনোয়ারা (২৫) , সাং- বেলটা , নাঙ্গলকোট, কুমিল্লা ।

সন্তানের সংখ্যা : ৪জন। ৩ ছেলে , ১ মেয়ে ১। হাবিবা আক্তার তিশা ,( ১৩ বছর, ৭ম শ্রেণিতে পড়ালেখা করে ) ।২। আবদুল মোতালেব ( ০৮ বছর, ৩য় শ্রেণীতে পড়ালেখা করে ) ।৩। আবদুল আসওয়াদ ( ০৬ বছর, ১ম শ্রেণীতে পড়ালেখা করে ) ।৪। আবদুল্লাহ আল আরাফাত ( ০৬ বছর, ১ম শ্রেণীতে পড়ালেখা করে ) । পূর্বে তাদের বসবাস করার মত কোন ঘর ছিলনা । জায়গা জমি না থাকায় স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ঝাটিয়াপাড়া বাজারে একটি বাড়িতে ভাড়া থাকতেন , যার মাসিক ভাড়া ছিল ১৪০০ (চৌদ্দশত) টাকা । সময়মত বাড়ি ভাড়া পরিশোধ করতে না পারায় প্রায় বাড়ির মালিকদের কটু কথা শুনতে হত এবং কয়েক দিন পর পর বাসা পরিবর্তন করতে হত। যার ফলে ছেলে মেয়ের পড়াশুনা ও উপার্জনে অসুবিধা সৃষ্টি হত । বাড়ির মালিকদের এরুপ আচরণে অতিষ্ঠ হয়ে মাঝে মাঝে মনে তার আকাঙ্কা জাগত, আহ! কখনো যদি নিজে একটা বাড়ি করতে পারতাম। নিজের জায়গা না থাকায় ও টাকা উপার্জনের জন্য সে ব্যতিত আর কোন উৎস না থাকায় নিজের বাড়ির স্বপ্ন, স্বপ্নই রয়ে যায়। কিন্তু 2021 সালে এসে সে আশা বাস্তবে পরিণত হয় যা কখনো চিন্তাই করতে পারেন নি । মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এখন তার 2 শতাংশ জমিসহ পাকাঘর রয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে ২ শতক জমিসহ সেমিপাকা ঘর পাওয়ার কারণে তার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে । এখন আর মাসে ১৪০০ (চৌদ্দশত) টাকা ঘর ভাড়া দেয়ার মানসিক চাপ নেই । বাড়ি ভাড়া বাবদ খরচ না থাকায় তা দিয়ে ছেলে মেয়ের পড়াশুনার খরচ মেটাতে পারছে । ছেলে মেয়েও সুন্দর, পরিপাটি ঘর পেয়ে আগের চেয়ে আনন্দের সাথে পড়া শুনা করছে। বাড়ির পাশে অতিরিক্ত জায়গায় সে গরু, ছাগল ও তার স্ত্রী হাঁস , মুরগী পালন করে। ঘরের পাশে শাক সবজি চাষ করার কারণে তার আয় বৃদ্ধি পেয়েছে এবং নিজেদেরও চাহিদা পূরণ হচ্ছে। এখন আর তার স্ত্রীকে অন্যের বাসায় কাজ করতে হয় না। সে বর্তমানে দৈনিক মজুরি ভিত্তিতে ও কৃষি জমি বর্গাচাষ করে মাসে প্রায় ১২,০০০/- (বার হাজার টাকা ) এর মত উপার্জন করে পরিবার নিয়ে আনন্দের সাথে বসবাস করছে । ছেলে মেয়েদের নিয়ে এ ধরনের সুখের জীবন অতিবাহিত করতে পারব তা গত 5 বছর আগেও চিন্তা করতে পারি নি। মাননীয় প্রধানমন্ত্রীর উছিলায় আল্লাহ এ সুখ দান করেছেন।  মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং উনার দীর্ঘায়ু কামনা করেন। তিনি যাতে আরও বেশি দেশের এবং দেশের মানুষের সেবা করতে পারে সে কামনা করেন।