• বিভাগঃ বরিশাল
  • জেলাঃ পটুয়াখালী
  • উপজেলাঃ গলাচিপা

উপকারভোগী জয়দেব ও তার পরিবার অন্য জনের জমিতে ছোট্ট একটি দুই চালের ঘরে থাকতো। অবলম্বন ছিলএকটি যন্ত্রপাতিসহ একটি কাঠের বাক্স যার সাহায্যে রিক্সা/ ভেন/সাইকেল মেরামত করে কোনদিন ২০০ টাকা কোন কোনদিন ৩০০ টাকা রোজগার করে সংসার পরিচালনা করতে হত। আর্থিক অভাবে ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ হয়ে যায়। অন্নের খোজে আজ ঢাকা কাল এখানে পরশু ওখানে। আশ্রয়হীন পাখির মত চলছিলো তাদের জীবন।

এক বছর আগে জয়দেব খুঁজে পায় গলাচিপা উপজেলা প্রশাসন। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্প থেকে একটি ঘর পান জয় দেবের পরিবার, সাথে দুইশতক জমি। ক্রমান্বয়ে বদলে যেতে থাকে তার জীবন সন্তানরা এখন স্কুলে যায় । মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া জায়গাতে উৎপাদিত সবজি ও বাশঁ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তার আয়ের পথ প্রসারিত করেছে। দূর করেছে পুষ্টিহীনতা। এখন আর  অনাহারে থাকেনা জয়দেব ও তার পরিবার। জয়দেব আজ স্বপ্ন দেখেন তার সন্তান লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হবে। দেশ ও জনসেবায় নিজেদের বিলিয়ে দিয়ে তার সুপ্ত স্বপ্নকে বাস্বায়িত করবে।

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিতার কৃতজ্ঞতা চিত্তে চিরন্তর শুভকামনা।