• বিভাগঃ খুলনা
  • জেলাঃ নড়াইল
  • উপজেলাঃ কালিয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ মাউলী

মোঃ রুহুল আমিন (৫০), তিনি পেশায় একজন দিনমজুর এবং দুই ছেলে ঢাকায় স্বল্প বেতনে গার্মেন্টেসে চাকুরী করে অর্থভাবে ছেলেদের ঠিকমতো পড়াশুনা করাতে পারেনি ছেলেরা সামান্য বেতনে নিজেরা ঠিকমত চলতে পারে না তিনি বলেন, এক সময় নিজের ঘর অল্প জমি ছিলসহ সুখের সংসার ছিল কিন্তু  ০৪ নং মাউলী ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলা নবগঙ্গা নদীর ভাঙ্গনে কয়েক বছর আগে নিজের সম্বল টুকু ঘর জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় নদীগর্ভে সব বিলীন হয়ে যাবার অন্যের বাড়ির একটি বাগানে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে থাকতেন নিজের দিনমজুরের আয় দিয়ে অভাব অনটনের মধ্যে কোন রকম খেয়ে পড়ে দিন কাটত তিনি ভাবতেন নিজের কোন ঘর-বাড়ি নাই যদি পারে জমিতে থাকা জমির মালিক যদি তাকে থাকতে না দেয় তাহলে সে কোথায় যাবে এবং  পরিবার নিয়ে কোথায় মাথা গুজবে  জরাজীর্ণ ঘরে শুয়ে শুয়ে  ভাবতেন যদি নিজের বাড়িটি থাকতো তাহলে একটু মাথা গোজার ঠাই থাকত ভাবতে ভাবতে তিনি খুব যন্ত্রণা পেতেন আর স্বপ্ন দেখতেন আবার আমার বাড়ি হবে, আমার সন্তানদের নিয়ে অন্যের দুয়ারে তখন আর থাকতে হবে না  কিন্তু আবার  নিজের মনকে বোঝাতেন জমি ঘর নাই, কেনার সামর্থ্য নাই আছে শুধু স্বপ্ন, দারিদ্রতা অসহায়ত্ব অবশেষে আসল ভূমিহীন গরীব-দুখী মানুষের জন্য স্বপ্নের বছর ২০২১ সাল গরীব-দু:খী আপামর জনতার জাতির পিতার জন্ম শতবর্ষ " মুজিব শতবর্ষ" এই মুজিববর্ষ উপলক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা দেশনেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন গৃহহীন দু:খী মানুষদের স্বপ্ন পুরনের জন্য মুজিববর্ষ উপলক্ষ্যে শতক জমি সেমিপাকা ঘর উপহার দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে বদলে যায় রুহুল আমিনের জীবন প্রধানমন্ত্রী শেখে হাসিনার দেওয়া উপহার   শতক জমি ঘর পেয়ে স্বপ্ন পুরনের খুশিতে ভাসছে রুহুল আমিন বলেন, তার ঘরের আঙ্গিনায় এখন দিনমজুরের পাশাপাশি পশু পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে নিকটস্থ বাজারে গরুর দুধ বিক্রি করে আল্লাহর রহমতে খুব ভাল আছি বর্তমানে দুই শতক জমির মূল্য ,৫০,০০০/-  টাকা আশ্রয়সহ সাবলম্বী হতে পেরে মোঃ রুহুল আমিন মাননীয় প্রধানমন্ত্রী শেখে হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন এবং তিনি যেন দেশের গৃহহীন দু:খী মানুষের পাশে থাকে আল্লাহর কাছে দোয়াDescription: C:\Users\hetlu\Desktop\bodle jawa golpo\pic\20220225_130425.jpg প্রার্থনা করেছেন