• বিভাগঃ খুলনা
  • জেলাঃ চুয়াডাঙ্গা
  • উপজেলাঃ আলমডাঙ্গা
আশ্রয়ণের অধিকার
শেখ হাসিনার উপহার

তানিয়া ও শাহীন দম্পতি ২মেয়ে ১ছেলে নিয়ে অন্যের এক টুকরো জায়গায় ছাপড়া ঘর তুলে বসবাস করতেন। শাহীন সারাদিন ভ্যান চালিয়ে যা উপার্জন করতেন তা দিয়ে ৫ সদস্যের সংসার চালিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনা চালাতে নাভিশ্বাস উঠে যেত। তার উপর ছিল আবার অন্যের জায়গায় থাকার অপবাদ, গঞ্জনা। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় আলমডাংগা উপজেলার ঘোলদাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ ২শতক জমিসহ একটি আধাপাকা ঘর করে দেয়া হয়েছে ভূমিহীন ও গৃহহীন তানিয়া ও শাহীনকে।
আজ তারা জমি ও ঘরের মালিক। খালি জায়গায় চাষ করছে শাক-সবজি, আছে দুধেল গাই আর ছাগল। ছেলে-মেয়েরা পড়াশোনা করছে। পাকা সড়কের পাশে বাড়ি হওয়ায় ভ্যান চালিয়ে আয়ও বেড়েছে বেশ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তাদের চোখে অপরিসীম কৃতজ্ঞতা।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী.......