• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ রাজবাড়ী
  • উপজেলাঃ পাংশা
  • পৌরসভা/ইউনিয়নঃ পাংশা পৌরসভা


বাবলু সরকার, পিতা-রবি সরকার, সাং-সত্যজিৎপুর, পাংশা,রাজবাড়ী। বাবলু   সরকার বাংলাদেশ রেলওয়ের জায়াগায় ছাপড়া ঘর নির্মান করে বসবাস করতেন। তার নিজের কোন জায়গা জমি না স্ত্রী ও এক পুত্র ও এক কন্যা নিয়ে খুবই কষ্টে দিন কাটাতেন।  তার স্বপ্ন ছিল এক টুকরো জমি কিনে সেখানে ঘর উত্তোলন করে পরিবার পরিজন নিয়ে সুখে বসবাস করবেন। শ্রমিক হিসেবে বাবলুর স্বল্প আয়ে সংসারের খরচ নির্বাহ করা কষ্টকর ছিল। একদিন বাবলু সরকার জানতে পারে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের থাকার জন্য জায়গা সহ ঘর দিচ্ছে। সেটা শুনে সে   পাংশা পৌর ভূমি অফিসে যায়। দায়িত্বপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা তার নামে একটা আবেদন করে দেন। ভূমিহীন ও গ্হহীন পরিবার হিসেবে যাচাই-বাছাই অন্তে তার নামে ঘর বরাদ্দ প্রদান করা হয় এবং বাবলু ও তার স্ত্রীর নামে ঘরসহ ২ শতাংশ জমি রেজিষ্ট্রি করে দেওয়া হয়। এখন বাবলু ফেরি করে বাদাম বিক্রি করেন এবং তার স্ত্রী স্বপ্না সরকার হাঁস-মুরগি ও গরু পালন করেন। তাদের ছেলে-মেয়ে  স্থানীয় বিদ্যালয়ে লেখাপড়া করে। বাবলু সরকার  স্বপ্ন দেখছেন লেখাপড়া শিখে একদিন তার সন্তানেরা মানুষের মত মানুষ হবে,সরকারী চাকুরি করবে। প্রধান মন্ত্রীর  উপহার পেয়ে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে  সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।