• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ রাজবাড়ী
  • উপজেলাঃ পাংশা
  • পৌরসভা/ইউনিয়নঃ পাংশা পৌরসভা


জিল্লুর রহমান পিতা-রমজান আলী , সাং-সত্যজিৎপুর। তিনি একজন ক্ষুদ্র কৃষক। তিনি অন্যের জমি বর্গা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।  নিজের মাথা গোঁজার ঠাঁই ছিল না। স্ত্রী সাবিনা  খাতুন ও দুই সন্তান নিয়ে অন্যের জায়গায় ঝুপড়ি ঘর তৈরি করে থাকতেন। সাবিনা খাতুন জানান ঝড়-বৃষ্টির সময় তারা পার্শবর্তী অন্যের পাকা ঘরে আশ্রয় নিতেন এবং  সৃষ্টিকর্তাকে স্মরণ করতেন। বৃষ্টির সময় তাদের ঘরে পানি পরতো। তারা স্বপ্ন দেখতেন একটি পাকা ঘরের। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর পাওয়ার পরে জিল্লুর রহমানের অবস্থা এখন অনেক পরিবর্তন হয়েছে। তার স্ত্রী সাবিনা  খাতুনের এখন আর মনোকষ্টে ভুগতে হয় না।  কৃষি কাজ করা জিল্লুর রহমান   দৈনিক  ৪০০-৫০০ টাকা আয় করেন এবং বর্গা জমি চাষাবাদ করে তার অংশের ফসল বিক্রয় করে কিছুটা সঞ্চয় ও করতে পারছেন। জিল্লুর রহমান  তার নিজের  ছেলে মেয়েদের পড়াশুনা করান। তার ছেলে সামনে লেখাপড়া পড়া শিখে মানুষের মত মানুষ হতে পারে সেই কামনা করেন। নিজেদের বসবাসের ব্যবস্থা হওয়ার ফলে সমাজে এখন তাদের একটা স্বীকৃত হয়েছে। এখন আর তারা ভূমিহীন নয়। সেকারণে তারা অশ্রুসিক্ত চোখে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।