• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ রাজবাড়ী
  • উপজেলাঃ পাংশা
  • পৌরসভা/ইউনিয়নঃ পাংশা পৌরসভা


মানিক সরকার, পিতা-হরিদাস সরকার, সাং-সত্যজিৎপুর, পাংশা,রাজবাড়ী। মানিক  সরকার বাংলাদেশ রেলওয়ের জায়াগায় ঝুপড়ি ঘর নির্মান করে বসবাস করতেন। তার স্ত্রী ও দুই কন্যা নিয়ে খুবই কষ্টে দিন কাটাতেন। নিজে স্যালুনের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। নিজের কোন জায়গা জমি না থাকায় সমাজের কাছে তিনি ছিলেন অবহেলিত। নিজের জায়গা জমি না থাকায় শ্বশুর বাড়ির লোকের কাছেও সে অবহেলিত ছিল। তার স্বপ্ন ছিল এক টুকরো জমি কিনে সেখানে ঘর উত্তোলন করে পরিবার পরিজন নিয়ে সুখে বসবাস করবেন। কিন্তু উপার্জিত অর্থ দিয়ে সংসারের খরচ চালানোই কষ্টকর ছিল সেখানে নিজের জায়গা –জমি ক্রয় করার স্বপ্ন অধরাই থেকে যায়। একদিন মানিক সরকার জানতে পারে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী গৃহহীনদের থাকার জন্য ঘর দিচ্ছে। সেটা শুনে সে  উপজেলা নির্বাহী অফিসারের অফিসে যায়। দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় অফিস থেকে তাদের নামে একটা আবেদন করে দেওয়া হয়। তারপর ভূমি অফিস থেকে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়।  কিছু দিনের মধ্যেই তাদের নামে সত্যজিৎপুর আশ্রয়ণ প্রকল্পে একটা ঘর বরাদ্দ হয় এবং তাকে ঘরসহ ২ শতাংশ ভূমি রেজিষ্ট্রি করে দেওয়া হয়। তারা তাদের  ঘরের পাশে বিভিন্ন ফলজ গাছ লাগিয়েছেন । এখন মানিক যে উপার্জন করে তাতেই তার সংসার চলে যায় পাশাপশি তার স্ত্রী  কিছু হাঁস মুরগি ও ছাগল পালন করে আরো কিছু বাড়তি আয় করার চেষ্টা করে। তাদের সন্তান স্থানীয় বিদ্যালয়ে লেখাপড়া করে। মানিক স্বপ্ন দেখছেন লেখাপড়া শিখে একদিন তার সন্তানেরা মানুষের মত মানুষ হবে, তাদের মুখ উজ্জ্বল করবে। প্রধান মন্ত্রীর দেওয়া উপহার পেয়ে সে তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। সেকারণে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।