• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ রাজবাড়ী
  • উপজেলাঃ পাংশা
  • পৌরসভা/ইউনিয়নঃ পাংশা পৌরসভা


মোঃ সামসুদ্দিন মন্ডল পিতা-সুলতান মন্ডল, সাং-সত্যজিৎপুর, পাংশা, রাজবাড়ী। তিনি ছোটবেলা থেকে দরিদ্রতার মাঝে বেড়ে উঠেছেন। পাংশা রেললাইনের পাশের সরকারী জমিতে জীর্নশীর্ন ছাপড়া ঘরে বসবাস করতেন। অন্যের ভ্যান ভাড়ায় চালিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করতেন। স্ত্রী অন্যের বাসায় কাজ করতেন। তার একমাত্র ছেলে প্রায়ই তাকে ভালো একটি ঘরের কথা বললেও দরিদ্র পিতার পক্ষে ছেলের স্বপ্ন পূরন করা সম্ভব ছিল না। অন্যের ভ্যান ভাড়ায় চালিয়ে পরিবারের চাহিদা পূরণ করে ছেলের স্বপ্ন পূরন করতে জমি কেনার জন্য অল্প পরিমাণ অর্থ  জমাতে থকেন। মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প এর আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে মোঃ সামসুদ্দিন মন্ডল  এর নামে একটি ঘর ও ২ শতক জমি বরাদ্দ দেয়া হয়। তিনি ঘর পেয়ে আবেগে আপ্লূত হয়ে জানান এতদিনে আমার সন্তানের স্বপ্ন পূরন হয়েছে। এখন আর আমাদের জরাজীর্ন ঘরে বসবাস করতে  হবেনা। জমানো টাকা এবং এনজিও থেকে ঋণ নিয়ে এখন একটি অটোরিক্সা কিনেছেন। প্রতিমাসে তিনি প্রায় ১৫০০০/- পনের হাজার টাকা রোজগার করেন। তার স্ত্রীও হাঁস মুরগী পালন করে পরিবারের চাহিদা মিটিয়ে বিক্রয় করে বাড়তি আয় করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।