• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ পাবনা
  • উপজেলাঃ আটঘরিয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ মাজপাড়া

মোছাঃ মিলি খাতুন ও মেহেদী হাসান বর্তমানে পাবনা জেলার আটঘরিয়া উপজেলার হাড়লপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করেন। মিলি খাতুন ও মেহেদী হাসান পারখিদিরপুর গ্রামে অন্যের বাড়িতে বাসা ভাড়া করে দীর্ঘদীন ধরে থাকতেন। মেহেদী হাসান পেশায় ছিলেন একজন স্বর্ণের দোকানের কর্মচারী। তিনি প্রতিদিন ৩০০ টাকা আয় করতেন। তার স্ত্রী ও তিনি ইসলামিক মন-মাইন্ডের থাকায় তার স্ত্রীকে দিয়ে কোন পোশাক কারখানায়/অন্য কোন প্রতিষ্ঠানে কাজ করাতেননা। তিনি যে আয় করতেন তা দিয়ে কোনমতভাবে দিন পার করতেন ও বাসা ভাড়া দিয়ে থাকতেন। তার যে আয় তা দিয়ে বাসা ভাড়া ও সংসার চালাতে সকল টাকা শেষ হয়ে যেতো। জমি কেনা ও ঘর দেয়ার মত টাকা তারা জমাতে পারেননি। পরবর্তীতে মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ২ শতক জমিসহ সেমিপাকা ঘর প্রদান করে উপজেলা প্রশাসন, আটঘরিয়া, পাবনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় 5,০০,০০০/- টাকা। ঘর পাওয়ার পর তার পরিবারকে আর অন্যের বাড়িতে থাকতে হয়না। মিলি খাতুন  এখন তার বাড়ীর পরিত্যাক্ত জমিতে সবজি চাষ ও কবুতর পালন করে থাকেন। এখন স্বামী স্ত্রী দুজন মিলে সংসারে আয় করায় তারা জীবন পরিচালনার পাশাপাশি বাড়তি টাকা সঞ্চয় করছেন।