• বিভাগঃ চট্টগ্রাম
  • জেলাঃ খাগড়াছড়ি
  • উপজেলাঃ দিঘীনালা
  • পৌরসভা/ইউনিয়নঃ মেরুং

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের একটি পিছিয়ে পড়া গ্রাম লম্বাছড়া। উপজেলা সদর থেকে ২৮ কিমি দূরে নাগরিক সুবিধাবঞ্চিত গ্রাম লম্বাছড়ায় আশ্রয়ন প্রকল্পের অধীনে ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘর। ঘরের সুবিধার পাশাপাশি আনুষঙ্গিক পানি সরবরাহ ও বিদ্যুৎ সংযোগ প্রদানে নাগরিক সুবিধা প্রাপ্তির আনন্দে উৎফুল্ল এ গ্রামের এতদিনের বঞ্চিত মানুষজন। স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকল্পে গ্রামের মাঝে স্থাপিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি বিশেষ উদ্যোগ কমিউনিটি ক্লিনিক। ফলে গ্রামের মানুষদের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্য ২৮ কিমি দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় না। গ্রামবাসীর একটি বিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসন সম্প্রতি একটি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে যা বাস্তবায়িত হলে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন “আমার গ্রাম আমার শহর” এর সকল সুযোগ-সুবিধা নিয়ে লম্বাছড়া গ্রামটি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের মডেল হিসেবে নিজেকে তুলে ধরবে।