• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ ময়মনসিংহ
  • উপজেলাঃ তারাকান্দা

      গনেশ চন্দ্র সরকার তার দূর সম্পর্কীয় এক আত্মীয়ের জায়গায় ছোট্ট ঘর বানিয়ে আশ্রিত হিসেবে ছিলেন,দিনে বাজারের বিভিন্ন দোকানে কাজ করে যা  পেতেন তাতে বেশিরভাগ দিন সন্তান সহ না খেয়ে কাটাতে হতো তার উপর ছিল আশ্রিত থাকার মানসিক যন্ত্রনা খেয়ে না খেয়ে অন্যের বাড়িতে থাকা গনেশ চন্দ্র সরকার কোনদিন ভাবতে পারেন নি বেঁচে থাকতে নিজের জমি হবে,ঘর হবে,ভেবেছিলেন আশ্রিতের জীবনই তার নিয়তি


       মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২ শতাংশ ভূমি সহ একটি টিনের সেমি পাকা ঘর পেয়েছেন ,  ২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্য ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা।

         ঘর পেয়ে গনেশ চন্দ্র সরকার প্রথমে আশ্রিতের গ্লানি মুক্ত হনসারাদিনে দোকানে কাজ করে যা পান তা দিয়ে সংসারের খাওয়া খরচ চালানবড় মেয়েকে এস এস সি পরীক্ষা দেয়াবেন স্বপ্ন দেখেন গনেশঘরের ছোট্ট বারান্দায় অল্প পুঁজি দিয়ে মেয়েকে দোকান করে দিয়েছেন, সারাদিনে কমপক্ষে ১০০ টাকার বেচাবিক্রি হয় আর তা দিয়ে চলে যায় মেয়েদের লেখাপড়ার খরচচালায় লাউগাছ লাগিয়েছেন আর পাশে করেছেন ছোট্ট সবজি বাগানদোকান থেকে আয়ের টাকায় ছাগল পালনের স্বপ্ন দেখছেন তিনি যে গনেশ চন্দ্র সরকার শুধু নিজের একটু ঠাঁই এর আশায় জীবন পার করে দিলেন আজ নিজের ঘর পেয়ে তার দু মেয়ে স্বপ্ন  দেখছে সাবলম্বী হবার।