• বিভাগঃ খুলনা
  • জেলাঃ মেহেরপুর
  • উপজেলাঃ মুজিবনগর
  • পৌরসভা/ইউনিয়নঃ মহাজনপুর

নাম: শ্রী নিল কুমার, পিতা: শ্রী সম্ভু দাস, ও স্ত্রী: শ্রীমতি শেফালী দাস, গ্রাম:রতনপুর, মুজিবনগর, মেহেরপুর। তার স্ত্রী, 0১ ছেলে ও 0৩ মেয়ে নিয়ে পরিবারে বসবাস করেন। ইতিপূর্বে নিজের কোন জমি ও বাড়ি না থাকায় স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি অন্যের জমিতে টিনের ছাপড়া করে অতি কষ্টে জীবনযাপন করতেন। করে তার মাসিক আয় ছিল ৮,000-৯,000 টাকা। পরিবারের সদস্যদের নিয়ে অতি কষ্টে জীবনযাপন করতেন। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-2 প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের মাধ্যমে তিনি একটি ঘর বরাদ্দ পান। বর্তমানে তিনি নির্মাণকৃত গৃহে বসবাস করছেন। ঘর বরাদ্দ পাওয়ার পর থেকে তিনি বাঁশের তৈরি বিভিন্ন প্রকারের ঝুড়ি তৈরি করে তা বাজারে বিক্রী করে পরিবারের চাহিদা মিটিয়ে কিছু টাকা সঞ্চয় করেন।  বর্তমানে তার মাসিক আয় 1২,000-১৫,000 টাকা। যা দিয়ে তিনি বরাদ্দ প্রাপ্ত গৃহে তার পরিবার নিয়ে সুখে-শান্তিতে জীবন-যাপন করছেন। তার ছেলে মেয়েরা স্কুলে পড়াশুনা করছে। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে ঘর উপহার পেয়ে তিনি খুশি এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।