• বিভাগঃ খুলনা
  • জেলাঃ মেহেরপুর
  • উপজেলাঃ মুজিবনগর
  • পৌরসভা/ইউনিয়নঃ মহাজনপুর

১। উপকারভোগীর বর্ননাঃ (১) মোছা: দাসী খাতুন, পিতা- এজাহার সেখ, বয়স: ৬০ বছর, সাং-মহাজনপুর, মুজিবনগর, মেহেরপুর। তার ১ পুত্র সন্তান রয়েছে।  

২। উপকারভোগীর পূর্বের অবস্থা কেমন ছিলনঃ উপকারভোগীর অবস্থা পূর্বে খুব অসহায় ও সম্বলহীন, আর্থিকভাবে অস্বচ্ছল ও ১ পুত্র সন্তানকে নিয়ে  অন্যের জমিতে বসবাস করতেন। ছেলে বিবাহিত।সে ভিক্ষা করতো।  অনেক সময় তাদের না খেয়ে জীবন ধারন করতে হতো। তারা অস্বাস্থ্যকর পরিবেশে আশ্রয়হীনভাবে জীবন ধারন করতো।

৩। উপকারভোগীকে বরাদ্দকৃত ২ শতাংশ জমির বর্তমান বাজার মূল্যঃ ৫,০০,০০০.০০ ( পাঁচ লক্ষ) টাকা মাত্র।

৪। ঘর পেয়ে তিনি/তার পরিবার বর্তমানে কেমন আছেনঃ পূর্বে যেখানে তাদের মাথা গোজার ঠাই ছিল না। অন্যের আশ্রিত ছিল। বর্তমানে তারা মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর পেয়ে পরিবারের সবাইকে নিয়ে স্বাস্থ্যকর পরিবেশে খুবই স্বাচ্ছন্দে জীবন-যাপন করছেন। পাশাপাশি পরিবারের গৃহিনী হিসাবে কাজ করছেন, স্বামী না থাকায় একমাত্র পুত্র দিনমজুর হিসাবে কাজ করেন। তিনি ছাগল, হাস-মুরগী পালনের মাধ্যমে তাদের পরিবারের খাদ্য চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে।  বর্তমানে তার মাসিক আয় ১১,০০০.০০ (এগারো হাজার) টাকা মাত্র। ঘর পেয়ে এখন তিনি কেমন আছেন প্রশ্নে জানান,  তারা অনেক সুখে-শান্তিতে আছেন। কিছুদিন আগেও রোদ বৃষ্টি ঝড় সহ নানা প্রাকৃতিক বিপর্যয়সহ অনেক প্রতিকূলতার মধ্যে তারা জীবন যাপন করেছেন।  

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে ঘর পাওয়ার পর থেকে  আল্লাহর দরবারে শুকরিয়া করেন এবং দোয়া করেন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের অধিকারী হয়।