• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ পাবনা
  • উপজেলাঃ ফরিদপুর
  • পৌরসভা/ইউনিয়নঃ ডেমড়া

বদলে যাওয়া গল্প

জেলা : পাবনা

উপজেলা : পাবনা, ইউনিয়ন : ডেমরা

উপকারভোগী প্রকল্পের নাম : মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে ডেমরা বাজারে বসবাসরত পরিবারের বদলে যাওয়া গল্প




১। উপকারভোগীর বর্ননা : বৃন্দাবন চন্দ্র সূত্রধর, পিতা- নলীন চন্দা সূত্রধর, বয়স : 50 বছর ও শ্রীমতি রানী সূত্রধর, জং- বৃন্দাবন চন্দ্র সূত্রধর, বয়স: ৪৫ বছর, সাং- ডেমরা বাজার, ফরিদপুর, পাবনা। তাদের ৩ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।

২। উপকারভোগী পূর্বের অবস্থা কেমন ছিলেন: উপকারভোগীর পূর্বে অসহায় ও সম্বলহীন, আর্থিকভাবে অস্বচ্ছল ও অন্যের বাড়িতে বসবাস করতেন। অনেক সময় তাদের না খেয়ে জীবন ধারন করতে হতো। তারা অস্বাস্থ্যকর পরিবেশে আশ্রয়নহীনভাবে জীবন ধান করতো।

3। উপকার ভোগীর বরাদ্দকৃত 0.02 একর জমির বর্তমান বাজার মূল্য : 12 (বার) লক্ষ্য টাকা।

৪। ঘর পেয়ে তিনি/তার পরিবার বর্তমানে কেমন আছে : পূর্বে যেখানে তাদের মাথা গোজার ঠাই ছিল না। এক্ষন সারা দিন যেখানেই থাকেন না কেন রাতে ঘুমানোর মত একটা মানসম্মত বিল্ডিং বাড়িতে বাসস্থান হয়েছে। বর্তমানে তারা মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের বিল্ডিং ঘর পেয়ে পরিবারের সবাইকে নিয়ে স্বাস্থ্যকর পরিবেশে খুবই স্বাচ্ছন্দে জীবন-যাপন করছেন। পাশাপাশি পরিবারের গৃহিনী বাড়ির সংক্ষিপ্ত অঙ্গিনায় শাজ-সবজি চাষ ও হাস-মুরগী পালনের মাধ্যমে পরিবারের খাদ্য চাহিদা পূরন করতে সক্ষম হচ্ছে। প্রাপ্ত ঘর ডেমরা বাজার সংলগ্ন হওয়ায় গৃহকর্তা বাজারে কাঠের কাজ করে সুন্দর ভাবে জীবিকা নির্বাহ করছেন। বতমান খাওয়া করচ বাদে তার মাসিক আয় ৫000 হাজার টাকা ।

৫। উপকারভোগীর ৫ কপি ছবি নিম্নরুপ :