• বিভাগঃ ঢাকা
  • জেলাঃ টাঙ্গাইল
  • উপজেলাঃ মির্জাপুর
  • পৌরসভা/ইউনিয়নঃ গোড়াই

নাম: কৃষ্ণ চন্দ্র, পিতা: সতীশ চন্দ্র, মাতা: মনি রানী, গ্রাম: মনিদাস পাড়া, গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইল। তিনি মা-বাবা, স্ত্রী, 02 ছেলে ও 01 মেয়ে মোট 7 জন সদস্য নিয়ে পরিবারে বসবাস করেন। তার পরিবারে মা ও ছোট ছেলে প্রতিবন্ধী। ইতিপূর্বে নিজের কোন জমি ও বাড়ি না থাকায় প্রতিবন্ধী মা ও ছোট ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি অন্যের বাড়িতে বাড়ি ভাড়া করে অতি কষ্টে জীবনযাপন করতেন। কৃষ্ণ চন্দ্র রিক্সা চালক ছিলেন এবং রিক্সা চালিয়ে তার মাসিক আয় ছিল 5,000-6,000 টাকা। যা দিয়ে তিনি বাড়ি ভাড়া ও পরিবারের সদস্যদের নিয়ে অতি কষ্টে জীবনযাপন করতেন। মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ-2 প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের মাধ্যমে তিনি একটি ঘর বরাদ্দ পান। বর্তমানে তিনি নির্মাণকৃত গৃহে বসবাস করছেন। ঘর বরাদ্দ পাওয়ার পর থেকে তিনি তার বাড়ি ভাড়ার টাকা সঞ্চয় করে বর্তমানে তিনি একটি সিএনজি ক্রয় করেছেন। বর্তমানে তার মাসিক আয় 15,000-20,000 টাকা। যা দিয়ে তিনি বরাদ্দ প্রাপ্ত গৃহে তার পরিবার নিয়ে সুখে-শান্তিতে জীবন-যাপন করছেন। তার ছেলে মেয়েরা স্কুলে পড়াশুনা করছে। তার স্বপ্ন ছেলে মেয়েরা বড় হয়ে সরকারী চাকুরী করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে ঘর উপহার পেয়ে তিনি খুশি এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।