• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ পাবনা
  • উপজেলাঃ আটঘরিয়া
  • পৌরসভা/ইউনিয়নঃ দেবোত্তর

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নে পাটেশ্বর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে গৃহহীন ও ভূমিহীনদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের ০১ টি ঘরের বাসিন্দা নার্গিস খাতুন ও তার পরিবার। পৈত্রিক ভিটেমাটি কিছু না থাকায় জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় যাযাবর এলাকায় জীবন যাপন করেন। শরীরে যখন শক্তি ছিল তখন দিনমজুরি কাজ করে মানুষের বাড়ির উঠানে কিংবা বারান্দায় কিংবা রয়েছে পরিত্যক্ত জায়গায় পলিথিনের ঝুপড়ি ঘর করে জীবন-যাপন করতেন। দিনমজুর এই বৃদ্ধার ভাগ্যে কখনই তাদের বাসস্থান জোটেনি। বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বাড়ির বারান্দায় এবং সর্বশেষ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের বারান্দায় কেটেছে কয়েক বছর। বিভিন্ন রোগে আক্রান্ত শরীরের শক্তি হারিয়ে যাওয়ায় তার পরিবার বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি পেশা বেছে নেন। আগে মাথা গোঁজার মতো কোন ঠাঁই ছিল না কিন্তু বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া সেমি পাঁকা ঘরসহ ২ শতাংশ জমির মালিক।  বাড়ি পাওয়ার পর তাঁর স্বামী এখানে রিকশা চালাচ্ছেন, বাবা-মা কে নিয়ে আশ্রয়ণরে ঘরে বসবাস করছে এবং তাঁদের দেক বাল করছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়ে মগর আলী এখন অনেক সুখী। নার্গিস খাতুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত নামাযের সময় দুই হাত তুলে দোয়া করেন।