• বিভাগঃ ময়মনসিংহ
  • জেলাঃ ময়মনসিংহ
  • উপজেলাঃ নান্দাইল

           মোঃ আব্দুল গণি (শারীরিক প্রতিবন্ধী), পিতা- মৃত পিয়ার বকস, স্ত্রী- মোছাঃ তাহমিনা বেগম, সন্তান- দুই ছেলে, এক মেয়ে (মেয়ে বিবাহিত)

         উপকারভোগী মুজিববর্ষ উপলক্ষে ঘর পাওয়ার পূর্বে অন্যের বাড়িতে মাসিক ২০০/- টাকা ভাড়া দিয়ে বসবাস করত বর্ষা মৌসুমে ঘর দিয়ে পানি পরত। সামাজিকভাবে তারা খুবই হেয় প্রতিপন্ন হতেন। নিজেদের ভালো একটা থাকার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে নিরাপত্তার কথা বিবেচনা করে তার মেয়েকে একজন বেকার ছেলের কাছে বাল্য বিয়ে দিতে বাধ্য হয়েছেন। নিজে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের আয়ও ছিল খুবই সামান্য। এভাবেই আব্দুল গণির দিন অতিকষ্টে অতিবাহিত হচ্ছিল।

        মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ২ শতাংশ ভূমি সহ একটি টিনের সেমি পাকা ঘর পেয়েছেন ,  ২ শতাংশ ভূমির বর্তমান বাজার মূল্য ৭০,০০০/- (সত্তর হাজার টাকা)

        বর্তমানে আব্দুল গণি তার পরিবারসহ মুজিববর্ষ উপলক্ষে দেওয়া মাননীয় প্রধানমন্ত্রীর ০২ শতাংশ জমিসহ সেমিপাকা ঘর পাওয়ার পর অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে বসবাস করছেন তাদের সাথে কথা বললে তারা হাসি দিয়ে জানান যে, সরকারি জমিসহ ঘর পেয়ে যেন পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত হয়ে স্বাধীনভাবে বসবাস করছেন বর্তমানে উপকারভোগী মোঃ আব্দুল গনি বাজারের ফুটপাতে বসে মসলার ব্যবসা বড় ছেলে রাজমিস্ত্রীর কাজ করে তার ছোট ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এবং তারা স্বছলভাবে  জীবন যাপন করছে সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ০২ (দুই) শতক জমিসহ সেমিপাকা ঘর পাওয়ার পর তাদের জীবনের রুপ যেন গল্পের মত বদলে গেছে বর্তমানে সংসার পরিচালনার পাশাপাশি তাদের মাসিক আয় ৬০০০/- (ছয় হাজার) টাকা