• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ পাবনা
  • উপজেলাঃ পাবনা সদর
  • পৌরসভা/ইউনিয়নঃ গয়েশপুর

জেলা: পাবনা 

থানা :পাবনা সদর 

ইউনিয়ন : গয়েশপুর।

গ্রাম:লক্ষীনাথপুর। 

উপকারভোগীর নাম বুলবুলি খাতুন। 

ফোন নং : ০১৩১৪৯৮৯৩০৯ 

কষ্টের অধ্যায়:

বুলবুলি খাতুন যার পরিবারের সদস্য সংখ্যা ছিল চারজন।জীবনের শুরুর দিনগুলো ভালোই কেটেছিল কিন্তু ২০১৮ সালে হঠাৎ করেই স্বামী তার খোঁজখবর নেওয়া বন্ধ করে দেয়। চার সন্তান নিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে। শ্বশুরবাড়ি থেকেও বিতাড়িত হয়ে যায়। বাবার বাড়ির অবস্থাও হতদরিদ্র।চার বাচ্চা নিয়ে পথে পথে ঘুরতে থাকে । সামাজিকভাবে অনেক হেয় প্রতিপন্ন হন। বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে যায়। এভাবে কোনরকমে একটি ম্যাসে ভাত রান্নার কাজ নেন। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত অত্যন্ত কষ্টে বাচ্চাদের নিয়ে তিনি দিন যাপন করেন। ঘর ভাড়া নিয়ে থাকতেন শহরে। বাচ্চাদের স্কুলেও দিতে পারেননি। যা আয় হতো তা দিয়ে ঘর ভাড়া দিতেই শেষ হয়ে যেত। ঠিক সে সময় পারভিন আক্তারের কাছে সুখবর হিসেবে আসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  আশ্রয়ন প্রকল্পের খবর।

আশ্রয়ণ প্রকল্প থেকে ঘর পাওয়ার পরের গল্প:বুলবুলি খাতুন  এক মুহূর্তও দেরি করেননি। তিনি তার উপজেলার মাধ্যমে আবেদন করেন এবং সুন্দরভাবে একটি ঘর পেয়ে যান। একটি ঘর একটি রান্নাঘর এবং বারান্দা ও বাথরুম সহ তিনি খুব সুন্দর একটি বাড়ি পেয়ে যান। যা তিনি কল্পনাতেও কখনো আনেননি যে উনার একটি নিজের বাড়ি হবে। চার সন্তান নিয়ে যেখানে তিনি পথে পথে ঘুরছিলেন সেখানে মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে নিয়ে ঘর দিয়েছেন এটা তার কাছে সত্যিই কল্পনার বাইরে। এখন তিনি যা রোজগার করেন তার ঘর ভাড়া দিতে হয় না জন্য ছোট দু বাচ্চাকে স্কুলে দিতে পেরেছেন এবং তাদের ভাল খাওয়াও পড়া দিতে পারছেন। 

বদলে যাওয়ার গল্প: বুলবুলি খাতুনের জীবন ছিল অত্যন্ত কষ্টের একসময় তিনি পথে পথে ঘুরেছেন তার সন্তানদের নিয়ে। নিকটতম জন যারা তারাই ফেলে চলে গিয়েছিল। কিন্তু মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেলে দেয় নি। তার জীবনের এই বদলে যাওয়ার গল্পের মূল নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এখন তিনি রোজগার করছেন, নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়াতে পারছেন বাচ্চাদের, বাচ্চাদের স্কুলে দিয়েছেন, তাদের সুন্দর পোশাক পড়াতে পারছেন, দিনশেষে মাথা গোঁজার জন্য একটা ঠাঁই হয়েছে, এর চেয়ে বড় বদলে যাওয়ার গল্প আর কি হতে পারে মানুষের জীবনে?