• বিভাগঃ রাজশাহী
  • জেলাঃ পাবনা
  • উপজেলাঃ চাটমোহর
  • পৌরসভা/ইউনিয়নঃ দাতিয়া বামনগ্রাম

বদলে যাওয়ার গল্প

জেলাঃ পাবনা

উপজেলাঃ চাটমোহর


 উপকারভোগী পূর্বে অবস্থা কেমন ছিলেনঃ

অসহায় আনিসুল রহমানের মাথাগোঁজার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। অন্যের জায়গায় নতুন বধু ফজিলা কে নিয়ে অনেক কষ্টে দিন কাটাতেন।  ছোট বাচ্চাকে নিয়ে তাদের কষ্ট ছিল সীমাহীন। বাচ্চার জন্য সুষম খাদ্যের ব্যবস্থা করা, স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব, সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে আনিসুর রহমানের মেজাজ সবসময় খিটখিটে থাকতো। অল্প বয়সেই দৈনিক হাজিরা ভিত্তিক সহ শারীরিক পরিশ্রম জনিত কাজ করতে গিয়ে শরীর ও  ছিল অনেক দুর্বল।

  উপকারভোগীকে বরাদ্দকৃত দুই শতাংশ জমির বর্তমান বাজার মূল্যঃ শতাংশ প্রতি প্রায় ৫৫০০০/- টাকা।

ঘর পেয়ে তিনি / তার পরিবার বর্তমানে কেমন আছেনঃ

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়ার মাধ্যমে আনিসুল রহমানের জীবনে ঘটে এক অভূতপূর্ব পরিবর্তন। গৃহহীন আনিসুল রহমান মাননীয় প্রধানমন্ত্রীর ঘর পাওয়ার পরে  ঋণের মাধ্যমে একটি অটো ভ্যান কেনেন।  সরকারের দেওয়া বিনামূল্যে সংযোগকৃত বিদ্যুৎ এর মাধ্যমে অটোভ্যান এ  চার্জের ব্যবস্থা করতে পারেন। প্রতিদিন ৬৫০-৭৫০ টাকার মত আয় থাকায় সে খুব দ্রুতই অটোভ্যানের কিস্তি পরিশোধ করেন।  এখন স্ত্রী ও সন্তানকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছেন। ভবিষ্যতের জন্য সঞ্চয় করছেন। এখন তার স্ত্রীর মুখে হাসি ফুটে থাকে। তার স্ত্রী সহ তিনি এখন স্বপ্ন দেখেন তাদের সন্তানকে ভালোভাবে লেখাপড়া করাবেন এবং মানুষের মত মানুষ করাবেন।